সিলেটে শ্রীলঙ্কার কাছে প্রথম টি-টোয়েন্টিতে হেরে যায় বাংলাদেশ। পরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ফলে প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ শান্ত-লিটনদের। শনিবার (৯ ফেব্রুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সফরকারীদের হারালেই গড়া হবে নতুন এই ইতিহাস। এমন কিছুর প্রত্যাশা বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। একসঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকেও ভাবনায় রাখছেন এই লঙ্কান কোচ। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘আপনি যেমন বললেন, আমরা ইতিহাসটা বদলানোর দ্বারপ্রান্তে আছি।’ নিষেধাজ্ঞার কারণে প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলতে পারেননি শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে তৃতীয় ম্যাচে একাদশে ফিরবেন লঙ্কান দলপতি। এ নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের কোচ, ‘ওয়ানিন্দু হাসারাঙ্গা আমাদের জন্য অন্যদের মতোই একজন ক্রিকেটার।’ বরং নিজেদের খেলায় মনোযোগ হাথুরুসিংহের, ‘আমরা সিরিজটা জেতার মতো অবস্থানে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচটা জেতা। ম্যাচটা যেহেতু দিনে, আমাদের বেশকিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে ম্যাচটা জেতার। তবে এটাও বলব, শ্রীলঙ্কা খুবই ভালো টি-টোয়েন্টি দল। যা-ই হোক, আমরা নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।’ জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই শুধু লঙ্কান সিরিজ নয় বিশ্বকাপেও চোখ হাথুরুসিংহের, ‘আমরা বিশ্বকাপের জন্য সমন্বয় খুঁজছি। সেই সমন্বয়ে কে কেমনভাবে জায়গা করে নেয় এবং সেখানে কে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করে, সেটাও দেখছি।’ মার্কিন মুল্লুকের উইকেট নিয়ে ধারণা নেই লঙ্কান কোচের। তবে নিজের অস্ট্রেলীয় যোগাযোগ কাজে লাগিয়ে তথ্য বের করার চেষ্টা করছেন তিনি, ‘আমরা ভালো উইকেটে খেলতে চাই। আমি জানি না আমরা যুক্তরাষ্ট্রে কেমন উইকেট পাব। আমাদের যুক্তরাষ্ট্রে দুটি ম্যাচ আছে, খুবই গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ। কারও কোনো ধারণা নেই, সেখানে উইকেট কেমন হবে। সেখানকার কোনো পরিসংখ্যান নেই। আমি জেনেছি, সেখানে ড্রপ ইন উইকেট থাকবে। অ্যাডিলেডে প্রস্তুত করে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। আশা করছি, অস্ট্রেলীয় উইকেট যেমন হয়, তেমনই হবে।’ গত বছর যুক্তরাষ্ট্রে শুরু হয় মেজর লিগ ক্রিকেট। সেখানে খেলেছে অস্ট্রেলিয়ার মালিকানাধীন দুটি দল। সেই সূত্র থেকে যুক্তরাষ্ট্রের উইকেট সম্পর্কে ধারণা নিচ্ছেন তিনি, ‘ডালাস, সেখানে কেমন হতে পারে, তা নিয়ে কিছুটা প্রতিক্রিয়া পেয়েছি নিউ সাউথ ওয়েলস থেকে। কারণ, সেখানে তাদের দ্য ওয়াশিংটন ফ্রিডম দলটা মেজর লিগে খেলে। আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম, তখন ওদের জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। আমরা এসব অচেনা চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি যতটা সম্ভব। এরপর আমাদের ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টেও খেলা আছে। যতটা মনে পড়ে সেখানে আমরা টেস্ট খেলেছিলাম। আমরা যতটা সম্ভব প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি।’ আগামীকাল শনিবার (৯ ফেব্রুয়ারি) হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার তৃতীয় টি-টোয়েন্টি। এর আগের দুটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হলেও সিরিজের শেষ ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।
মন্তব্য করুন