চায়ের শহর সিলেটে কখনোই শ্রীলঙ্কাকে টি-২০ সিরিজে হারাতে না পারার আক্ষেপ নিয়ে সিরিজ শুরু করেছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নতুন চেহারার বাংলাদেশ। প্রথম ম্যাচেই তীরে এসে তরী ডোবার সেই ইতিহাস আবারো চোখ রাঙাচ্ছিল টাইগারেদের। তবে পরের ম্যাচেই দাপুটে জয়ে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেয় টাইগাররা। আজ তাই সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য বাংলাদেশের ।
শ্রীলঙ্কার বিপক্ষে আগের সব টি-টোয়ন্টি সিরিজ মিলে কোনো জয় নেই বাংলাদেশের। তবে এবার সেই শ্রীলঙ্কার বিপক্ষে এবার ইতিহাস গড়া জয়ের সুযোগ নাজমুল হোসেন শান্তর দলের সামনে। শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় ইতিহাস গড়ার মিশনে মাঠে নামবে বাংলাদেশ।
বুধবার (৬ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয়ে শেষ ম্যাচে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে টাইগাররা। বেশ ফুরফুরে মেজাজেই আছেন দলের সবাই। তারুণ্য-অভিজ্ঞতায় ভরপুর দলটির প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের কণ্ঠেও আত্মবিশ্বাসই ফুটল।
শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে কোচ বলেন, ‘দ্বিতীয় ম্যাচের কথা বললে আমি বলব ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশ একটি পারফেক্ট গেম উপহার দিয়েছে। আমদের পরিকল্পনা মতেই সব করেছিলাম। শেষ টি-২০ তেও দলের জন্য যা ভালো মনে হবে আমরা তাই করব।’
অন্যদিকে শেষ ম্যাচে তারকা পেসার ম্যাচে মাথিশা পাথিরানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। বাম পায়ের গ্রেড–ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। তবে পাথিরানা ছিটকে গেলেও এই ম্যাচে দলে ফিরেছেন লঙ্কানদের বড় অস্ত্র ওয়ানিন্দু হাসারাঙ্গা। আফগানিস্তান সিরিজে আম্পায়ারের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করায় তিনি দুই ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন। বাংলাদেশ সিরিজের প্রথম দুই ম্যাচে শেষ হয়েছে সেই নিষেধাজ্ঞা।
লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা ফেরায় দলের শক্তি বেড়েছে বলে মনে করেন লঙ্কান ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা। তিনি বলেন, ‘আফগানিস্তান সিরিজের পর এখানেও দলের টপ অর্ডাররা ভালো করছে। আশা করি কালও তারা ঘুরে দাঁড়াবে এবং সিরিজ নিশ্চিত করবে। হাসারাঙ্গা ফিরছে, তার আগমন দলে বাড়তি শক্তি জোগাবে। একইসঙ্গে দিনের বেলা যেহেতু ম্যাচ; ফলে শিশিরও থাকবে না, যাকে সে কাজে লাগাতে পারবে।’
লঙ্কান ব্যাটিং কোচ থিলিনা কান্ডাম্বির কণ্ঠেও ছিল একই আত্মবিশ্বাস। তিনি বলেন, ‘আমাদের ছেলেরা এখন ভালো ক্রিকেট খেলছে। অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসের দিক থেকে শ্রীলঙ্কা এগিয়ে। আমরা জয় দিয়ে সিরিজ শেষ করতে চাব।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা যতবারই মুখোমুখি হয়েছে ততবারই উত্তেজনা ছড়িয়েছে। মাঠ এবং মাঠের বাইরের অনেক ঘটনা সেই উত্তাপে ঘি ঢেলেছে। এবারের সিরিজেও বিতর্ক আর প্রতিদ্বন্দ্বিতা কম দেখা যায়নি। সিলেটে শনিবার শেষ ম্যাচের নাটকীয়তার অপেক্ষায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ক্রিকেট সমর্থকরা।
মন্তব্য করুন