শেষ হয়েও, হচ্ছে না শেষ! সিলেটে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারের আউট হওয়া-না হওয়া বিষয়টি এখনো ভুলে যায়নি শ্রীলঙ্কা। সে সময় ম্যাচ রেফারির কাছে লিখিত অভিযোগ করার কথা জানিয়ে ছিল। আনুষ্ঠানিকভাবে সেই অভিযোগ করেছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। এখন তারা অপেক্ষায় আছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সিদ্ধান্তের। আজ শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অনেক বিষয়ের মধ্যে এটি নিয়েও কথা বলেন শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাহিন্দা হালানগোদে। তিনি বলেন, ‘আমরা ব্যাপারটা ভুলে গেছি। এখন সামনে তাকাতে চাই। ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানিয়েছি। সেটা এখন আইসিসি দেখবে। হয়তো সময় লাগবে। এটা এখন আইসিসির হাতে। আমরা শুধু ধাপগুলো অনুসরণ করেছি।’ এর আগে গত ৬ মার্চ (বুধবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিনুরা ফার্নান্ডোর শর্ট বলে পুল শট খেলেছিলেন সৌম্য। ফিল্ড আম্পায়ার গাজী সোহেল বটম-এজড ভেবে বাঁহাতি এই ব্যাটারকে আউট ঘোষণা করেন। কিন্তু রিভিউ নেন সৌম্য। তবে থার্ড টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল বলেন, ‘স্পাইক আসার সময় ব্যাট ও বলের মধ্যে স্পষ্ট দূরত্ব রয়েছে। তাই ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করেন তিনি। স্বাভাবিকাভাবেই এই সিদ্ধান্ত মানেননি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ফলে দুই দলের বিতর্কে পায় নতুন মাত্রা। এর আগে বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারেনি শ্রীলঙ্কা। এবারও সেই রেকর্ড ধরে রাখতে চায় তারা। সংবাদ সম্মেলনে আসা লঙ্কান থিলিনা কানদাম্বি জানালেন, ‘আমরা আত্মবিশ্বাসী, সিরিজ জিততে পারব আমরা।’
মন্তব্য করুন