শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বোলিং ইনিংসে দারুণ শুরু এনে দেন তানজিম হাসান সাকিব। পরপর তিন ব্যাটারকে একাই ফেরান ডানহাতি এই পেসার। মাঠে বেশ কয়েকবার ক্লান্ত হয়ে পানি পান করতে দেখা গেছে সাকিবকে। ইনিংসের শেষ দিকে এসে ক্র্যাম্প হওয়াতে ওভারের মাঝখানে মাঠ ছেড়ে চলে যান তিনি।
সেসময় তার প্রোটিন শেক পান করার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে মানুষজন তার ধর্ম চর্চাকে টেনে এনে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। তবে মানুষের এমন মন্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তারই সতীর্থ মুশফিকুর রহিম। তার মতে, এটা মানুষের যার যার ব্যক্তিগত মন্তব্য।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় ধর্মীয় পোস্ট দিয়ে থাকেন সাকিব। এ নিয়ে বেশ কয়েকবার আলোচনা-সমালোচনায়ও পড়েছিলেন তিনি। তবে আজ তার পানি পানের ঘটনা নেতিবাচক প্রভাব ফেলেছে নেটিজেনদের মাঝে।
বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছিল মুশফিকুর রহিমের কাছে। কোনো সমস্যার কারণে পানি পান করেছিলেন কি না সাকিব! উত্তরে মুশফিক বলেন, ‘এখন আপনারাও অনেক সময় এ রকম করে লেখেন (ভিন্নভাবে)। অন্যান্য মানুষও ভিন্ন ইস্যুতে দেখতে পারে। আমি সব সময় ভালো জিনিসটা আশা করব বা আপনি সব সময় ভালো লিখবেন; এমন হতে পারে না। এখন একেকটা মানুষ একভাবে চিন্তা করতে পারে, দেখতে পারে, বলতে পারে। কিন্তু যেটা বললেন ওর অবস্থাটা তো কি সেটা কিন্তু ভিন্ন।’ মাঠে গরমের জন্য বেশ কয়েকজন খেলোয়াড়ের ক্র্যাম্প হয়েছিল। সাকিবকেও ৮.২ ওভার করে উঠে যেতে দেখা যায়। এরপর ডাগআউটে বসে প্রোটিনশেক পান করেন তিনি। সেটাই ইতোমধ্যে ভাইরাল। মুশফিক অবশ্য সেটা নেটেই বললেন, ‘স্বাভাবিক আজকে যেরকম গরম ছিল, ওর জন্য একটু কঠিন ছিল; ক্র্যাম্প হচ্ছিল। পেস বোলারদের জন্য এটা আরও অনেক কঠিন। আপনি যদি খেয়াল করেন, আজকে প্রায় দু-তিনজনের ক্র্যাম্প হলো। এটা মানুষের যার যার ব্যক্তিগত মন্তব্য।’ অর্থাৎ ফেসবুকের আলোচনাকে আড়ালে রাখতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার।
মন্তব্য করুন