দুর্দান্ত শুরুর পরও শ্রীলঙ্কাকে ২৫৬ রানে আটকে দেন বাংলাদেশের বোলাররা। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৩ রানে ৩ উইকেট হারিয়ে অনেকটা ব্যাকফুটে চলে যায় টাইগাররা। সেখান থেকে প্রথমে মাহমুদউল্লাহ রিয়াদ এবং পরে মুশফিকুর রহিমকে নিয়ে দুর্দান্ত জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন নাজমুল হোসেন শান্ত। এতে ৬ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ। রিয়াদ ৩৭ বলে ৩৭ রান করে আউট হলেও মুশফিক ৮৪ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। আর ১২২ বলে ১২৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন শান্ত। পঞ্চম উইকেটে অভিজ্ঞ মুশফিকের সঙ্গে ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন টাইগার দলপতি। এদিন মুশফিকের সামনে ভাঙেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটারের রেকর্ড। শান্তর ১২২ রানে অপরাজিত ইনিংসটি অধিনায়ক হিসেবে বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ স্কোর। এই আগে এই রেকর্ডটি ছিল মুশফিকের দখলে। ২০১৪ সালে ভারতের বিপক্ষে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন তৎকালীন অধিনায়ক মুশফিক। অধিনায়ক হিসেবে সেঞ্চুরি রয়েছে আরও তিনজনের। তারা হচ্ছেন- মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এদের মধ্যে তিনটি সেঞ্চুরি সাকিবের। বাকি দুজন করেন একটি করে সেঞ্চুরি। পূর্ণমেয়াদে অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম ওয়ানডেতে পেলেন সেঞ্চুরির দেখা।
মন্তব্য করুন