স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ১০:২৫ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

৫ বিদেশি খেলিয়ে আলোচনায় রাজস্থান

ম্যাচ জয়ের আনন্দে রাজস্থানের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
ম্যাচ জয়ের আনন্দে রাজস্থানের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে খেলা মানে জয়-- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে এটাই অলিখিত নিয়ম। ১৭তম আসরে এখন পর্যন্ত হওয়া ৯ ম্যাচের সবগুলোতে জিতেছে হোম টিম। নবম ম্যাচেও হয়নি এর ব্যতিক্রম। নিজেদের মাঠ জয়পুরে দিল্লিকে ১২ রানের হারায় রাজস্থান।

রায়ান পরাগের ক্যারিয়ার সেরা ইনিংসে ১৮৫ রান করে স্বাগতিকরা। জবাবে ১৭৩ রানে থামে দিল্লির স্কোর। গাড়ি দুর্ঘটনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে মাঠে ফিরে এখনও জয়ের মুখে দেখেনি ঋষভ পান্ত। টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে তার দল দিল্লি।

জয়-পরাজয় ছাপিয়ে এ ম্যাচে বেশি আলোচনায় রাজস্থানের ৫ বিদেশি খেলানো। আইপিএলে চার বিদেশি খেলানোর নিয়ম। তবে চতুর্থ আম্পায়ারের কাছে রাজস্থানের বিরুদ্ধে ৫ বিদেশি খেলানোর অভিযোগ তোলে দিল্লি।

এ নিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক জড়াতে দেখা যায় দিল্লির কোচ রিকি পন্টিং ও ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলীকে। দুজনই মাঠে মেজাজ হারান। যদিও নিয়ম মেনেই একাদশ সাজায় রাজস্থান।

দিল্লির বিপক্ষে প্রথম একাদশে জায়গা পাওয়া তিন বিদেশি ছিলেন জস বাটলার, শিমরন হেটমায়ার ও ট্রেন্ট বোল্ট। আর বদলি খেলোয়াড়দের পাঁচ জনের তালিকায় বিদেশি ছিলেন নান্দ্রে বার্গার এবং রভম্যান পাওয়েল।

যে কোনো দল ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-সহ চার জন বিদেশিকেই খেলাতে পারবে। দিল্লির বিপক্ষে হেটমায়ারের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নান্দ্রে বার্গারকে খেলায় রাজস্থান। আর দিল্লির ব্যাটিংয়ের সময় বদলি হিসেবে ফিল্ডিং করেন রভম্যান পাওয়েল।

আর এতে পাঁচ বিদেশি খেলানোর অভিযোগ তুলে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান পন্টিং-সৌরভ। যদিও আইপিএলের নিয়মের কোনো ব্যতয় হয়নি। প্রথম একাদশে থাকা বিদেশি ক্রিকেটারের পরিবর্তে অন্য বিদেশি ক্রিকেটারকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বদলানো হয়। আর পাওয়েল বদলি ক্রিকেটার হিসাবে শুধুমাত্র ফিল্ডিং করেছেন।

তবে প্রশ্ন হচ্ছে কোন নিয়মে পঞ্চম বিদেশিকে মাঠে নামাল রাজস্থান? আইপিএলের প্লেয়িং কন্ডিশনের ১.২.৫ বলা আছে, ‘একটি দল ম্যাচের শুরুর একাদশে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় রাখতে পারবে না। আর পরের ধারায় আছে, একটি দল একই সময়ে চারজনের বেশি বিদেশিকে মাঠে রাখতে পারবে না।’ এই ধারায় আরও বলা আছে, ‘যদি কোনো দল চারজন বিদেশিকে দলে রাখে, সে ক্ষেত্রে ফিল্ডিংয়ের জন্য বিদেশির পরিবর্তে শুধু মাত্র বিদেশিকে নামানো যাবে। আর কোনো দল শুরুর একাদশে যদি চারজনের কম বিদেশি রাখে, তখন বিদেশি খেলোয়াড় বদলি করা যাবে। তবে একই সময়ে চারজনের বেশি বিদেশি ক্রিকেটার মাঠে থাকতে পারবে না।

রাজস্থানের ঘটনাটি আইপিএলের নিয়মের মধ্যেই পরে। প্রথম আসর থেকে ক্রিকেটার, কোচ অথবা কর্মকর্তা হিসেবে আইপিএলের সঙ্গে যুক্ত আছেন পন্টিং-সৌরভ। এরপরও নিয়ম না জানায় তাদের ঘিরে চলছে সমালোচনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন, সেক্রেটারি আহসান জামান

শীতে কাঁপছে সাতক্ষীরা, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

ঘরের ভেতরে পড়ে অসুস্থ মাহাথির মোহাম্মদ

৪০ কোটি টাকার শেয়ার কিনবেন তপন চৌধুরী

ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না : অর্থ উপদেষ্টা

দোকান থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুব দ্রুতই ভেনেজুয়েলায় ফিরছেন মাচাদো

মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য ‘ফাঁস’

ভেনেজুয়েলা সংকট / যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী মেক্সিকোর প্রেসিডেন্ট কী বলছেন

জকসুতে পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা

১০

ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

১১

বাঙ্গি ক্ষেতে পড়ে ছিল স্কুলছাত্রের গলাকাটা লাশ

১২

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল

১৩

ফেসবুক প্রোফাইল ডিসেবলের কারণ জানালেন হাসনাত আব্দুল্লাহ

১৪

খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণা / বেসরকারি খাতনির্ভর অর্থনীতি গড়ে তুলতে উদ্যোগ নেন তিনি  

১৫

৩৫তম নিউইয়র্ক বইমেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ড. নজরুল ইসলাম

১৬

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ

১৭

এক মাসের জন্য বাদ দিন চিনি

১৮

নদীজুড়ে কুয়াশা, স্থবির ঢাকা-কালাইয়া নৌরুট

১৯

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে তুলাধুনা করে বাংলাদেশের পাশে রমিজ রাজা

২০
X