স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ১০:২৫ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

৫ বিদেশি খেলিয়ে আলোচনায় রাজস্থান

ম্যাচ জয়ের আনন্দে রাজস্থানের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
ম্যাচ জয়ের আনন্দে রাজস্থানের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে খেলা মানে জয়-- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে এটাই অলিখিত নিয়ম। ১৭তম আসরে এখন পর্যন্ত হওয়া ৯ ম্যাচের সবগুলোতে জিতেছে হোম টিম। নবম ম্যাচেও হয়নি এর ব্যতিক্রম। নিজেদের মাঠ জয়পুরে দিল্লিকে ১২ রানের হারায় রাজস্থান।

রায়ান পরাগের ক্যারিয়ার সেরা ইনিংসে ১৮৫ রান করে স্বাগতিকরা। জবাবে ১৭৩ রানে থামে দিল্লির স্কোর। গাড়ি দুর্ঘটনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে মাঠে ফিরে এখনও জয়ের মুখে দেখেনি ঋষভ পান্ত। টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে তার দল দিল্লি।

জয়-পরাজয় ছাপিয়ে এ ম্যাচে বেশি আলোচনায় রাজস্থানের ৫ বিদেশি খেলানো। আইপিএলে চার বিদেশি খেলানোর নিয়ম। তবে চতুর্থ আম্পায়ারের কাছে রাজস্থানের বিরুদ্ধে ৫ বিদেশি খেলানোর অভিযোগ তোলে দিল্লি।

এ নিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক জড়াতে দেখা যায় দিল্লির কোচ রিকি পন্টিং ও ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলীকে। দুজনই মাঠে মেজাজ হারান। যদিও নিয়ম মেনেই একাদশ সাজায় রাজস্থান।

দিল্লির বিপক্ষে প্রথম একাদশে জায়গা পাওয়া তিন বিদেশি ছিলেন জস বাটলার, শিমরন হেটমায়ার ও ট্রেন্ট বোল্ট। আর বদলি খেলোয়াড়দের পাঁচ জনের তালিকায় বিদেশি ছিলেন নান্দ্রে বার্গার এবং রভম্যান পাওয়েল।

যে কোনো দল ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-সহ চার জন বিদেশিকেই খেলাতে পারবে। দিল্লির বিপক্ষে হেটমায়ারের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নান্দ্রে বার্গারকে খেলায় রাজস্থান। আর দিল্লির ব্যাটিংয়ের সময় বদলি হিসেবে ফিল্ডিং করেন রভম্যান পাওয়েল।

আর এতে পাঁচ বিদেশি খেলানোর অভিযোগ তুলে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান পন্টিং-সৌরভ। যদিও আইপিএলের নিয়মের কোনো ব্যতয় হয়নি। প্রথম একাদশে থাকা বিদেশি ক্রিকেটারের পরিবর্তে অন্য বিদেশি ক্রিকেটারকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বদলানো হয়। আর পাওয়েল বদলি ক্রিকেটার হিসাবে শুধুমাত্র ফিল্ডিং করেছেন।

তবে প্রশ্ন হচ্ছে কোন নিয়মে পঞ্চম বিদেশিকে মাঠে নামাল রাজস্থান? আইপিএলের প্লেয়িং কন্ডিশনের ১.২.৫ বলা আছে, ‘একটি দল ম্যাচের শুরুর একাদশে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় রাখতে পারবে না। আর পরের ধারায় আছে, একটি দল একই সময়ে চারজনের বেশি বিদেশিকে মাঠে রাখতে পারবে না।’ এই ধারায় আরও বলা আছে, ‘যদি কোনো দল চারজন বিদেশিকে দলে রাখে, সে ক্ষেত্রে ফিল্ডিংয়ের জন্য বিদেশির পরিবর্তে শুধু মাত্র বিদেশিকে নামানো যাবে। আর কোনো দল শুরুর একাদশে যদি চারজনের কম বিদেশি রাখে, তখন বিদেশি খেলোয়াড় বদলি করা যাবে। তবে একই সময়ে চারজনের বেশি বিদেশি ক্রিকেটার মাঠে থাকতে পারবে না।

রাজস্থানের ঘটনাটি আইপিএলের নিয়মের মধ্যেই পরে। প্রথম আসর থেকে ক্রিকেটার, কোচ অথবা কর্মকর্তা হিসেবে আইপিএলের সঙ্গে যুক্ত আছেন পন্টিং-সৌরভ। এরপরও নিয়ম না জানায় তাদের ঘিরে চলছে সমালোচনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

১০

রামপুরায় বাসে আগুন

১১

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১২

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৩

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

১৪

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১৫

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১৬

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১৭

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৮

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১৯

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

২০
X