ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে ছিলেন স্বর্ণা আক্তার। কিন্তু ব্যাটিং করতে পারেননি তিনি। ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পঞ্চাশ ওভারের অভিষেক ক্যাপ মাথায় দেন তিনি। এরপর ছুটতে হয়েছে হাসপাতালে।
বাংলাদেশ নারী দলের একটি সূত্র জানিয়েছে, একাদশে থাকলেও হঠাৎ এপেন্ডিসাইটিসের ব্যথা বেড়ে যায় স্বর্ণার। মাঠে থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাঁচ-ছয় নম্বরে ব্যাট করারা কথা ছিল স্বর্ণার। নিজের ওয়ানডে অভিষেক ম্যাচে ব্যাটিং করতে নামেননি। স্বর্ণা ব্যাট করতে না নামায় বৃষ্টিতে ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে ১ ওভার হাতে রেখে ৯ উইকেটে ১৫৩ রান করে নিগার সুলতানা-জ্যোতিরা।
মন্তব্য করুন