প্রায় দীর্ঘ ৭ বছর আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠ মাতিয়েছেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। তার অধিনায়কত্বে দুইবার আইপিএলের শিরোপাও ঘরে তোলে দলটি। শাহরুখের দলকে দুইবার চ্যাম্পিয়ন করা এই অধিনায়ক আইপিএলের চলতি আসরে দলটি পরামর্শক রূপে আছেন।
দীর্ঘদিন ধরে কলকাতার সাথে যুক্ত থাকায় বাঙালি সংস্কৃতি সম্পর্কে ভালোই অবগত আছেন তিনি। আর সেই সুবাদেই এবারের নববর্ষের দিনে সবাইকে মিষ্টি খাওয়ালেন তিনি।
বাঙালির অন্যতম বৃহৎ উৎসব নববর্ষের দিনেই মাঠে নেমেছে কলকাতা। লখনৌ সুপারজায়ান্টসের বিপক্ষে সেই ম্যাচের আগে দলে প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন মেন্টর গম্ভীর নিজেই। এ সময় সাংবাদিকদের জটিল সব প্রশ্নের উত্তর দেওয়ার পর তাদের মিষ্টি খাইয়েছেন গম্ভীর।
Mishti mukh with Guru Gambhir pic.twitter.com/z7mPk9ZiS4 — KolkataKnightRiders (@KKRiders) April 13, 2024
শনিবার (১৩ এপ্রিল) সংবাদ সম্মেলন শেসে সাংবাদিকরা যখন চলে যাচ্ছিলেন, তখন তাদের উদ্দেশ্যে গম্ভীর বলেন, ‘আগামীকাল (আজ) নববর্ষ। তাই আমরা আপনাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। নির্দ্বিধায় মিষ্টি খান এবং কিছু ক্যালরি বাড়ান।’
গম্ভীরের সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। লিখেছে, ‘গৌতম গম্ভীরের সঙ্গে মিষ্টিমুখ।’ সাংবাদিকদের সঙ্গে গম্ভীরের এমন আতিথেয়তা অনেকের মন জিতে নিয়েছে।
নববর্ষের দিনটিই অবশ্য ভালো গিয়েছে কলকাতার। টস জিতে বোলিং নিয়ে প্রথমে লখনৌকে ১৬১ রানে থামিয়ে প্রায় পাঁচ ওভার হাতে রেখেই ৮ উইকেটে জয় নিশ্চিত করে গম্ভীরের কলকাতা।
মন্তব্য করুন