ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করে বৃহস্পতিবার রাতে চেন্নাই থেকে অনেকটা ‘ম্যান ইন ব্ল্যাক’-এর বেশে ঢাকায় ফেরেন মোস্তাফিজুর রহমান। রানবন্যার এবারের আসরটি কেমন উপভোগ্য ছিল?
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলার অভিজ্ঞতাই বা কেমন- এমন অনেক প্রশ্ন নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মীরা। ‘সব ভালো’ বলে এগিয়ে যান গণমাধ্যমকর্মীদের। তবে তার ‘সব ভালো’ বলার ধরন ছিল, আত্মবিশ্বাসে ভরপুর।
অনেকদিন ধরেই নিজেকে খুঁজে ফিরছিলেন কাটার মাস্টার। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচে শিকার করেছিলেন মাত্র ২ উইকেট। ওভারপ্রতি রান দেন ১০.৯১। আর শেষ ১০ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার উইকেট মাত্র ৭টি। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএলে) ছিলেন নিজের ছায়া হয়ে।
তবে আইপিএলের এবারের আসরে বদলে যান বাঁহাতি পেসার। চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে আরও একবার নিজেকে প্রমাণ করলেন বিশ্বমঞ্চে। দীর্ঘদিন স্মৃতিতে ধরে রাখা মতো শেষ করলেন আইপিএল আসর। ১৪ উইকেট নিয়ে যৌথ্যভাবে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার শীর্ষে থেকে দেশে ফিরেছেন তিনি।
আইপিএল থেকে অর্জিত আত্মবিশ্বাস আর পরিপূর্ণ অভিজ্ঞতা নিয়ে দেশের জার্সিতে নামার অপেক্ষায় বাঁহাতি এ পেসার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারালো এই মোস্তাফিজকে বড্ড প্রয়োজন বাংলাদেশ দলের।
নৈপুণ্য ও কার্যকারিতার বিবেচনায় টাইগার পেসারকে এবারের মৌসুমে আরও পরিণত ও দলগত কৌশলী বোলার হিসেবে দেখে গেছে। চলতি আসরে চেন্নাইয়ের জার্সি মাত্র ৯টি ম্যাচ খেলেছেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। চলতি আসরে ৯.২৬ ইকোনমির পাশাপাশি তার গড় ২২.৭১।
৩৪.২ ওভারে শিকার করেছেন ১৪ উইকেট। রান খরচ করেছেন ৩১৮। সেরা বোলিং ২৯ রানে ৪ উইকেট। এর আগে ২০১৬ সালের অভিষেক আসরে ১৬ ম্যাচে ১৭ উইকেট শিকারে জিতেছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। সানরাইজার্স হায়দরাবাদকে জেতান প্রথম আইপিএল শিরোপা।
এরপর ২০২১ সালে মৌসুমে রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৪ ম্যাচে নেন ১৪ উইকেট। দেশে ফিরলেও আপাতত বিশ্রামে থাকবেন তিনি। টানা খেলার ধকল কাটাতে তাকে কয়েকদিনের ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি খেলবেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রে সিরিজেও খেলার কথা তার। আইপিএল থেকে মোস্তাফিজের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসের সুফল পাবে বাংলাদেশ দলও। বিশ্বকাপের বড় মঞ্চে কাটার মাস্টার বেশ কার্যকর হবেন বলে বিশ্বাস টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তর।
প্রতিপক্ষের শক্তি বিবেচনা করে কীভাবে বোলিং করতে হয়, তা চেন্নাই ও ধোনির কাছ থেকে ভালোভাবেই শিখে এসেছেন মোস্তাফিজ। যেমনটা শিখে ২০১৯ বিশ্বকাপে নিজেকে মেলে ধরে ছিলেন সাকিব আল হাসান।
সেই জ্ঞান, অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস দিয়ে এবার বিশ্বমঞ্চে নিজেকে আরও একবার প্রমাণের পালা কাটার মাস্টারের।
মন্তব্য করুন