স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৪:৩১ পিএম
আপডেট : ০৪ মে ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এআই প্রযুক্তির সাহায্যে নির্বাচিত হচ্ছে ইংল্যান্ড দল

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে দল নির্বাচন করছেন ইংল্যান্ড নারী দলের কোচ। ছবি : সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে দল নির্বাচন করছেন ইংল্যান্ড নারী দলের কোচ। ছবি : সংগৃহীত

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি করতে পারে তার উদহারণ প্রতিনিয়তই সাধারণ মানুষ পাচ্ছে। সল্প সময়ে বেশি কাজ ও ফলাফল এনে দিতে সক্ষম এই প্রযুক্তির ব্যবহার জীবনের প্রতিটি ক্ষেত্রেই বাড়ছে, ক্রীড়া ক্ষেত্রও এর বাইরে নয়। বর্তমানে এআই প্রযুক্তি নানা ধরনের খেলায় বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে কিন্তু তাই বলে দল নির্বাচনেও এআই এর ব্যবহার একটু অবাক করা তথ্যই বটে। অথচ এমনটাই ঘটেছে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের দল নির্বাচনের ক্ষেত্রে।

চলতি মাসেই পাকিস্তান নারী দলের বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ডের নারী ক্রিকেট দল। এই সিরিজের জন্য দল নির্বাচনে এআই প্রযুক্তির সাহায্য নিয়েছেন ইংলিশ কোচ জন লুইস। কোচের ভাষ্যমতে এই প্রযুক্তির সাহায্য দল বাছাইয়ের ক্ষেত্রে খুব সূক্ষ্ম সিদ্ধান্ত নিতে সক্ষম হচ্ছেন তিনি যা এআই আসার আগে সম্ভব হতো না।

অবশ্য জন লু্ইসের আগেই নারী ক্রিকেটে এই প্রযুক্তির ব্যবহার ছিল। লুইস নিজেও এই প্রযুক্তির সঙ্গে পরিচিত হন ২০২৩ সালে নারী আইপিএলে। নারী আইপিএলের দল ইউপি ওয়ারিয়র্সকে কোচিং করানোর সময় এই প্রযুক্তির কথা প্রথম জানতে পারেন তিনি। তার দাবি একেকটি ম্যাচের জন্য প্রায় আড়াই লাখ রকমের দল বাছাইয়ে সক্ষম এই এআই।

লুইস এক সাক্ষাৎকারে বলেন, ‘একটি ম্যাচের জন্য প্রায় আড়াই লাখ রকমের দল বাছাই করে দিতে পারে এই প্রযুক্তি। আগে কোনো দলের বিপক্ষে খেলা তা আমরা দেখি। তারপর আমাদের কী কী প্রয়োজন তা জানিয়ে দিই। ভারতে নারীদের আইপিএলে ইউপি ওয়ারিয়র্সকে কোচিং করানোর সময় এই প্রযুক্তির কথা জানতে পারি। আমার মনে হয়েছিল যে ইংল্যান্ড দলের ক্ষেত্রেও এই প্রযুক্তি উপযোগী।’

ইংল্যান্ডের দল বাছাইয়ে লুইসের অবশ্য এর আগেও এআই প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এ প্রযুক্তি ব্যবহার করে দল সাজিয়ে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছিলেন।

সাধারণত ক্রিকেটে দল বাছাই করার জন্য নির্বাচকরা দায়িত্বে থাকে। ম্যাচের জন্য প্রথম একাদশ বেছে নেন কোচ, অধিনায়করা। সেই সব কাজ এখন প্রযুক্তি অনায়াসে করছে। লুইস জানান, ‘প্রযুক্তি আমাকে একটা পরিষ্কার ছবি দিচ্ছে। সেখানে আমি জানতে পারছি আগে কেমন দল গড়া হতো, প্রযুক্তির সাহায্যে কোথায় বেশি লাভ হচ্ছে। এর ফলে দল বাছার ক্ষেত্রে খুব সূক্ষ্ম সিদ্ধান্ত নিতে পারছি।’

আগামী ১১ মে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তানের নারীরা। সিরিজের বাকি দুই ম্যাচ ১৭ ও ১৯ মে। তিন দিনের বিরতি দিয়ে ২৩ মে ৫০ ওভারের লড়াইয়ে নামবে দুদল। বাকি দুই ম্যাচ ২৬ ও ২৯ মে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

১০

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

১১

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১২

বুটেক্স সাংবাদিক সমিতির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৩

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১৪

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১৫

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৬

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৭

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৮

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৯

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

২০
X