বিরাট কোহলির ব্যাটিং প্রতিভা বা ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না কেউ। সদ্য শেষ হওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। জেতেন আইপিএলের ১৭তম আসরের অরেঞ্জ ক্যাপ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে নয়, ভিন্ন এক রূপে তার প্রতিভার ঝলক দেখেছে ক্রীড়াপ্রেমিরা।
ভারত-পাকিস্তানের মহারণ মানেই বাড়তি কিছু। ক্রিকেটীয় এই লড়াইয়ে মাঝে লুকিয়ে থাকে অনেক লড়াই। দুই দলের রাজনৈতিক বৈরী সম্পর্ক, অনেক সময় ঘি ঢালে এই লড়াইয়ে।
দুই দলের ক্রিকেটারদের মধ্যে দেখা যায় লড়াকু মানসিকতা। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে রোববারের (৯ জুন) ম্যাচেও লক্ষ্য করা যায় দুই দলের ক্রিকেটারদের লড়াকু মনোভাব।
নিউইয়র্কে নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের দ্বৈরথে বাগড়া হয় বৃষ্টি। তবে বাধা হতে পারেনি। নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর হয় টস। ম্যাচটিও শুরু হয় ৩০ মিনিট।
এর মাঝে গা গরমের (ওয়ার্ম আপ) অনুশীলন করেন দুই দলের ক্রিকেটাররা। তখন ফুটবলীয় দক্ষতার ঝলক দেখান কোহলি। ভারতীয় সাবেক অধিনায়ক ফুটবল খেলার ৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
Indian cricket star Virat Kohli shows off his touch in New York (via @SkyCricket)pic.twitter.com/9nss1U6PRg — B/R Football (@brfootball) June 9, 2024
সেই ভিডিওতে তাকে ফুটবল নিয়ে কারুকার্য করতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন যুজবেন্দ্র চাহাল ও সাঞ্জু সামসন। ভিডিওটিতে অনেকে মজার মজার কমেন্ট করছেন।
ফুটবল নিজের দক্ষতার পরিচয় দিলেও, ব্যাট হাতে আসল কাজটি করতে পারেননি কোহলি। আইপিএলের ফর্ম টানতে পারেননি বিশ্বকাপের মঞ্চে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। এবার পাকিস্তানের বিপক্ষে একই চিত্র।
ব্যক্তিগত মাত্র চার রানে পাকিস্তানের পেসার নাসিম শাহর শিকার হন কোহিল। তবে ভাইরাল হওয়া ভিডিওতে তার ফুটবলীয় দক্ষতার প্রশংসা চলছেই।
মন্তব্য করুন