২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বপ্রথম আসরের শিরোপা জিতেছিল ভারত। এরপর কেটে গেছে ১৭টি বছর। মাঝে শেষ হয়েছে আরও ৭টি বিশ্ব আসর। কিন্তু প্রতিবারেই শেষ একই গল্প। ছুঁয়ে দেখা হয়নি বিশ্বকাপের ট্রফি।
এটি হতে পারে দলের দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির শেষ বিশ্বকাপ। নিজেদের শেষ অভিযানে তারা কি পারবেন ভারতকে দ্বিতীয় বিশ্বকাপ জেতাতে?
প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন রোহিত। আর কোহলি জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া দুজনে একত্রে জিততে পারেননি আইসিসির বৈশ্বিক কোনো আসরের ট্রফি। দুজনের ‘লাস্ট ড্যান্সে’ দারুণ কিছুর প্রত্যাশা ভারতীয় সমর্থকদের।
বুধবার (৫ জুন) বাংলাদেশ সময় রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু ভারতের বিশ্বকাপ অভিযান। বিশ্বজয়ী হয়ে নিজের রাঙিয়ে আসর শেষ করতে চাইবেন রোহিত-কোহলি নিজেরাও। এটাই হবে ভারতীয় দুই ক্রিকেটারের সের উপহার। মাঠের বাইরে রোহিত-কোহলির সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয়।
অতীতে ড্রেসিং রুমে দুজনের ঝামেলা প্রকাশ্যে এসেছে বেশ কয়েকবার। তবে তা বারবার অস্বীকার করেছেন তারা। তবে দুজনের মধ্যে যাই থাকুক তা কখনো ভারতীয় দলের জন্য ক্ষতিকর হয়নি।
৭ মাসের আগের স্মৃতি পোড়াতে পারে ভারতীয় দলকে। আহমেদাবাদে নভেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি হাত ছাড়া হয়েছিল ভারতের। যা অবশ্য জ্বালানি হিসেবে কাজে লাগাতে পারেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি আর থাকছেন না প্রধান কোচের দায়িত্বে। তাই তিনজনই প্রচেষ্টা থাকবে শেষটা রাঙানোর। এতে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের পর তৃতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি শিরোপা জয়ের রেকর্ড গড়বে ভারত।
মন্তব্য করুন