স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৭:১৮ পিএম
আপডেট : ১০ জুন ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রোটিয়াদের সমর্থনে লঙ্কানদের প্রার্থনা!

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে গভীর মনোযোগ থাকবে লঙ্কানদের। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে গভীর মনোযোগ থাকবে লঙ্কানদের। ছবি : সংগৃহীত

আর কিছুক্ষণ পরেই নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ২১তম ম্যাচে দু’দলের লক্ষ্যই থাকবে জয়। টাইগার এবং প্রোটিয়ারা দু’দলই এখন পর্যন্ত খেলা তাদের ম্যাচগুলোতে জয়লাভ করেছে। তবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও এই ম্যাচের দিকে নজর থাকবে শ্রীলঙ্কারও।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘গ্রুপ ডি’-তে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস। গ্রুপের পাঁচ দলের মধ্যে শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। তাই স্বাভাবিকভাবেই মূল লড়াই হবে বাংলাদেশ, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে।

এই লড়াইয়ে ইতোমধ্যেই মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ও বাংলাদেশ-শ্রীলঙ্কা। দুটো ম্যাচেই পরাজয় হয়েছে লঙ্কান বাহিনীর। যা তাদের বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার সমীকরণকে কঠিন করে তুলেছে। তাই আজকে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার ম্যাচে গভীর মনোযোগ থাকবে ওয়ানিন্দু হাসারাঙ্গার দলের।

‘গ্রুপ ডি’-তে দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। তারপরে এক ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে টাইগাররা। আর প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত হওয়া এবং বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় লঙ্কারদের অবস্থান টেবিলের তলানিতে। নেট রানরেট -০.৭৭। তবে এখনো পরের রাউন্ডে যাওয়ার তাদের স্বপ্ন শেষ হয়ে যায়নি। তবে সেজন্য তাদের নিজেদের হাতের দুই ম্যাচে বড় জয়ের পাশাপাশি আজকের ম্যাচের ফলাফল যাতে তাদের নিজেদের পক্ষে যায় সেই প্রার্থনা করতে হবে।

প্রোটিয়াদের কাছে ৭৭ রানে অলআউট হয়ে যাওয়া ম্যাচে লংকানদের নেট রানরেট বড় এক ধাক্কা দিয়েছে। তার ওপর পরের ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় সেটির কোনো উন্নতি হয়নি। তাই লঙ্কারদের এখন নিজেদের পরবর্তী দুই ম্যাচ বড় ব্যবধানে জিতে নেট রানরেট এগিয়ে নিতে হবে বাংলাদেশে ওপরে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে যাতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারে।

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারলে বাংলাদেশের বর্তমান রান রেট যা ০.৩৭৯ তা নেমে যাবে। আর তার ওপর বাংলাদেশ যদি নেপাল বা নেদারল্যান্ডস এর কাছে এক ম্যাচ হারে তাহলে লঙ্কানদের সুযোগ থাকবে বাংলাদেশকে টপকানোর।

লঙ্কারদের এই প্রার্থনা পূরণ হয় কি না তা জানা যাবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার ম্যাচ শুরু হওয়ার পর। অবশ্য নাজমুল হোসেন শান্তর দল নিশ্চয়ই চাইবে যাতে লঙ্কানদের প্রার্থনা পূরণ না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির অপেক্ষায় দক্ষিণী ৩ সিনেমা

রাত ১০টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

সিরিয়ায় কারফিউ, শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

ছয় ম্যাচে ছয় হার নোয়াখালীর

কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল

খেজুরগাছ প্রতীকে কতটা আত্মবিশ্বাসী জমিয়ত?

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ভর্তি পরীক্ষায় ওএমআর বদল করতে গিয়ে ধরা, ২ শিক্ষার্থী বহিষ্কার

এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত কালবেলার রানা হাসান

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

১০

সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

১১

জনগণের টাকা মেরে জনসেবার প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

১২

ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয়দের একজোট হয়ে হুঁশিয়ারি

১৩

৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

১৪

৫ ব্যবসায়ীর ভাগ্য আগুনে পুড়ে ছাই

১৫

দুর্নীতি দমনে শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর বাস্তবায়ন চান নাগরিকরা

১৬

জলদস্যু রূপে প্রিয়াঙ্কা

১৭

সব ব্যাংকের শাখা-উপশাখার জন্য জরুরি নির্দেশনা

১৮

প্রথম আলোতে হামলার মামলায় ২ দিনের রিমান্ডে ৮ আসামি

১৯

গুলি ছুড়ে এনসিপি নেতার মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা 

২০
X