স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৯:৫৯ এএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

সেমির আগে অনুশীলনের সুযোগ পায়নি আফগানরা

সেমিতে বিদায়ে হতাশ আফগানরা। ছবি : সংগৃহীত
সেমিতে বিদায়ে হতাশ আফগানরা। ছবি : সংগৃহীত

সুপার এইটে ভারতের কাছে হারলেও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নামে আফগানিস্তান।

তবে ফাইনারে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয় আফগানরা। ৯ উইকেটের হারে থেমে যায় তাদের রূপকথার অগ্রযাত্রা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর সামনে এসেছে আফগানদের ঘিরে নানা অব্যবস্থাপনার কথা। যার সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমির স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৫৬ রানে অলআউট হয় আফগানিস্তান।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানদের সর্বনিম্ন স্কোর ছিল ৭২ রান। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ৭২ রানে অলআউট করে ছিল বাংলাদেশ। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে নকআউট পর্বের ম্যাচেও এটি সর্বনিম্ন স্কোর।

২০২৩ সালে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনস কাপে শেষ চারের লড়াইয়ে বতসোয়ানাকে ৬২ রানে অলআউট করেছিল উগান্ডা।

আফগানদের ইনিংসের সর্বোচ্চ ১৩ রান আসে মিস্টার এক্সটা থেকে। দুই অঙ্কের ঘরে পৌঁছান কেবল আজমতউল্লাহ ওমরজাই (১০)। এমন ভরাভুবির জন্য আফগানরা কাউকে দায়ি না করলেও ইংলিশ অধিনায়ক মাইকেল ভন আঙুল তুলেছেন বিশ্বকাপের ব্যবস্থাপনার দিকে।

স্থানীয় সময় সোমবার রাতে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্ব আসরের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে আফগানিস্তান। খেলার সেই ধকল কাটানোর আগে সেন্ট ভিনসেন্ট থেকে ত্রিনিদাদের বিমান ধরতে হয় তাদের।

সেই বিমান ধরার জন্য বিমানবন্দরে চার ঘণ্টা অপেক্ষা করতে হয় আফগানদের। ২৯৮ কিলোমিটারের বিমান ভ্রমণ শেষে অবশেষে ত্রিনিদাদে পৌঁছান তারা। আগের দিনের ম্যাচ খেলার ধকল এবং ভ্রমণ ক্লান্তি কাটাতে দলের অনুশীলন রাখেননি ইংলিশ কোচ জনাথন ট্রট।

পুরো বিশ্বকাপে এবারই প্রথম ত্রিনিদাদের এই ভেন্যুতে ম্যাচ খেলতে নামে আফগানরা। মানিয়ে নেওয়া তো দূরে কথা, কন্ডিশন সম্পর্কে পরিস্কার ধারণা নেওয়ার সুযোগ পায়নি আফগানিস্তান। কাজেই ম্যাচে যা হবার তাই হয়েছে।

বড় আসরে সেমিফাইনালে খেলার চাপ এবং কন্ডিশন সম্পর্কে জ্ঞান না থাকায় ভেঙে পড়েছে আফগানদের ব্যাটিং লাইনআপ। বিশ্বকাপের ব্যবস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

সেই আলোচনায় যোগ দেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘সেন্ট ভিনসেন্টে সোমবার রাতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে খেলার যোগ্যতা অর্জন করে। এরপর বিমানবন্দরে চার ঘণ্টার অপেক্ষা। কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে সেমিফাইনালের ভেন্যুতে অনুশীলনের সুযোগও পায়নি তারা। ক্রিকেটারদের সম্মান করার অভাব দেখে আমি ভয় পাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের বড় পরিচয় আমরা মানুষ : শামা ওবায়েদ

দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

০২ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বার্তা

এক ঘণ্টার বাজারে বিক্রি হয় ৩০ লাখ টাকার দুধ

‘এমপি হই আর না হই, হিন্দু সম্প্রদায়ের পাশে আছি’

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

নৌবহরের কয়েকটি নৌযানে উঠে পড়েছে ইসরায়েলি সেনারা

ইনজুরটাইমের গোলে বার্সার বিরুদ্ধে পিএসজির জয়

১০

গণতন্ত্রের বিজয়ের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য : মিন্টু

১১

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

১২

সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

১৩

ফিক্সিংয়ের চেষ্টা করে তামিম ভাইরা ব্যর্থ হয়েছেন : আসিফ মাহমুদ

১৪

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

১৫

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

১৬

আইএলটি২০ তে দল পেলেন সাকিব-তাসকিন

১৭

সুমুদ ফ্লোটিলাকে থামিয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধজাহাজ, পথ পরিবর্তনের হুঁশিয়ারি 

১৮

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ বললেন ধর্ম উপদেষ্টা

১৯

গাজামুখী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে ঘিরে রেখেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ

২০
X