স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০২:২৩ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

কোয়ার্টার ফাইনালেই ক্রুসকে অবসরে পাঠাতে চায় স্পেন

টনি ক্রুস। ছবি : সংগৃহীত
টনি ক্রুস। ছবি : সংগৃহীত

আগামী শুক্রবার (৫ জুলাই) চলমান ইউরোতে ফাইনালের আগের ফাইনালের স্বাদ দিতে মাঠে নামছে এবারের ইউরোর দুই ফেভারিট দল স্বাগতিক জার্মানি ও স্পেন। কোয়ার্টার ফাইনালের এই লড়াই দিয়ে নিজের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে পারেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। কারণ তিনি বলেছিলেন এই ইউরো দিয়েই ফুটবলকে ইতি বলবেন তিনি। জার্মানির অবশ্য লক্ষ্য থাকবে ক্রুসের ক্যারিয়ার যেন এদিন শেষ না হয় অবশ্য স্পেন চাইছে জার্মানিকে বিদায় করে ক্রুসের ক্যারিয়ারের দ্রুত ইতি টেনে দিতে এমনটাই জানিয়েছেন স্প্যানিশ স্ট্রাইকার জোসেলু।

৩৪ বছর বয়সী টনি ক্রুস সম্প্রতি রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ক্লাব ফুটবল থেকে অবসর নিয়েছেন। তিনি জার্মানির ইউরো ২০২৪ সফর শেষ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসর নেবেন।

‘আমি টনিকে ভালোবাসি, তবে আমি মনে করি শুক্রবার তার শেষ ম্যাচ হবে,’ জোসেলু ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে বলেন। ১৪ জুন বার্লিনে ট্রফি জেতার দৌড়ে অন্যতম প্রার্থীদের মধ্যে থাকা এই দুই দলের মধ্যে মুখোমুখি হওয়ার আগে তিনি এই মন্তব্য করেন।

‘আমরা জানি তার গুণমান সম্পর্কে। তিনি জার্মানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে আমরা শুধু তার উপরই ফোকাস করতে পারি না। তারা আক্রমণে খুব বিপজ্জনক দল। যখনই তাদের কাছে বল থাকবে, তা টনির মাধ্যমে যাবে। জার্মানি যাতে তাদের খেলা খেলতে না পারে, সেজন্য আমাদের তার উপর বিশেষ নজর রাখতে হবে।’

‘তিনি (ক্রুস) আমার ভালো বন্ধু ছিলেন এবং মাদ্রিদে আমাদের সময়ে আমরা অনেক কথা বলতাম, এবং তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছেন। তিনি জার্মানির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মাদ্রিদের জন্যও ছিলেন। তবে আমরা আশা করি এটি তার শেষ ম্যাচ হবে এবং আমরা তাকে শুক্রবার অবসর নেওয়াব।’

জোসেলুর মন্তব্যের জবাবে অবশ্য বুধবার (৩ জুলাই) পরে এক সংবাদ সম্মেলনে ক্রুস বলেন, ‘তিনি (জোসেলু) এটি বলছেন কারণ তিনি জিততে চান। আমি বুঝতে পারছি যে তিনি চান স্পেন সেমিফাইনালে পৌঁছাক, তবে আমার মনে হয় জার্মানির স্পেনকে আটকে রাখার মতো অনেক কিছুই আছে। এটি একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। অবশ্যই বিরক্তিকর হবে না। জোসেলুর মন্তব্যটা মজার।’

রিয়াল মাদ্রিদ থেকে সম্প্রতি কাতারি দল আল গারাফায় স্থানান্তরিত হওয়া জোসেলু জার্মানির বিপক্ষে ম্যাচে স্পেনের মিডফিল্ডার রদ্রির গুরুত্বও তুলে ধরেন।

‘রদ্রি তার অবস্থানে বিশ্বের সেরা,’ তিনি বলেন। ‘তার গুণমান অত্যন্ত উচ্চমানের। তার ভূমিকার জন্য তার চেয়ে ভালো কেউ নেই। সংখ্যা দেখুন, এবং আপনি দেখতে পাবেন যে তিনি তার ক্লাব [ম্যানচেস্টার সিটি] এবং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের তাকে যত্ন নিতে হবে। যদি তিনি চার দিনের জন্য প্রশিক্ষণ না করতে চান, তাতে কিছু যায় আসে না, যতক্ষণ না তিনি ম্যাচগুলোর সময় সতেজ থাকেন।’

যখন রদ্রি এবং ক্রুসের মধ্যে নির্বাচন করতে বলা হয়, জোসেলু তখন উত্তর দেন: ‘দুজনেই, রদ্রি ৬ নম্বরে এবং টনি ৮ নম্বরে। তারা তাদের অবস্থানে দুটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং প্রতিদিন এটি প্রমাণ করে। আমি মাদ্রিদে টনির সাথে এবং এখানে জাতীয় দলে রদ্রির সাথে এটি দেখেছি। তারা ড্রেসিংরুমেও প্রভাবশালী। এটি দুঃখের যে আমাদের টনির সাথে বিদায় বলতে হবে [জার্মানিকে হারিয়ে], তবে এটাই আমি স্পেনের জন্য চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

১০

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

১১

রামপুরায় বাসে আগুন

১২

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৩

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৪

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

১৫

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১৬

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১৭

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১৮

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৯

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

২০
X