স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১০:১৫ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

মায়ামিকে প্লে-অফ নিশ্চিত করানো সুয়ারেজে মুগ্ধ মেসি 

সুয়ারেজের গোলের পর হাস্যোজ্জ্বল মেসি। ছবি : সংগৃহীত
সুয়ারেজের গোলের পর হাস্যোজ্জ্বল মেসি। ছবি : সংগৃহীত

ইন্টার মায়ামির হয়ে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি সর্বশেষ মাঠে নেমেছিলেন জুনের ২ তারিখ। এরপর পেরিয়ে গেছে দুই মাস, এর মধ্যে লিওনেল মেসি কোপা আমেরিকা জিতে নিজের ট্রফি কালেকশনও বাড়িয়েছেন। তবে তার ইনজুরির কারণে মায়ামির হয়ে আর মাঠে নামা হয়নি। অবশ্য মেসিকে ছাড়াই মায়ামি তার জয়রথ বজায় রেখেছে। এমনকি মেজর লিগ সকারের প্লে-অফেও জায়গা নিশ্চিত করে নিয়েছে মায়ামির ক্লাবটি। এর জন্য অবশ্য ধন্যবাদ পাবেন মায়ামির আরেক সুপারস্টার উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

লুইস সুয়ারেজের দুর্দান্ত জোড়া গোলে ইন্টার মিয়ামি শনিবার (২৪ আগস্ট) এমএলএসে এফসি সিনসিনাটির বিরুদ্ধে ২-০ গোলে জয় তুলে নিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির বিরুদ্ধের এই জয় মায়ামিকে এমএলএস প্লে-অফে জায়গা করে দিয়েছে।

উরুগুয়ের এই স্ট্রাইকার পুরো ম্যাচজুড়ে চমৎকার ফর্মে ছিলেন। সুয়ারেজে ম্যাচ শুরুর প্রথম ৬ মিনিটের মধ্যেই দুইবার গোল করে মিয়ামির জয় নিশ্চিত করেন এবং সুয়ারেজের দুর্দান্ত এই পারফরম্যান্স গ্যালারি থেকে তার সতীর্থ ও বন্ধু লিওনেল মেসি মুগ্ধ হয়ে উপভোগ করেন।

ম্যাচের শুরুতেই মাত্র ৩২ সেকেন্ডের মাথায় সুয়ারেজ প্রথম গোলটি করেন। পাঁচ মিনিট পরেই তিনি মিয়ামির লিড বাড়িয়ে দেন, যা দলের প্লে-অফ নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল।

এদিকে মেসি বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে আছেন এবং কোপা আমেরিকা ২০২৪ ফাইনালের পর থেকে খেলেননি। তবে তিনি সুয়ারেজের এই দুর্দান্ত পারফরম্যান্স দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন এবং সুয়ারেজের গোলের পর তাকে হাসতে দেখা গেছে। আশা করা হচ্ছে, মেসি প্লে-অফের আগেই মাঠে ফিরবেন, যা মায়ামির শিরোপার আশাকে আরও উজ্জ্বল করবে।

এই জয় মায়ামির জন্য প্রতিশোধেরও ছিল কারণ জুলাই মাসে সিনসিনাটি তাদের ৬-১ ব্যবধানে পরাজিত করেছিল। প্রতিশোধের আগ্রহ নিয়ে মাঠে নামা মায়ামি দলটি ছিল আত্মবিশ্বাসী। ম্যাচের প্রথম মিনিটেই ইয়ানিক ব্রাইটের সহায়তায় মার্সেলোনা ওয়েইগান্ডট সুয়ারেজকে প্রথম গোলের সুযোগ করে দেন। আর্জেন্টিনার এই খেলোয়াড় বলটি সুয়ারেজের কাছে পাঠান আর সুয়ারেজ বলটি নিয়ন্ত্রণ করে জালে পাঠান।

সুয়ারেজের দ্বিতীয় গোলটি আসে ফাকুন্দো রোজাসের সাথে একটি সুন্দর লিংকআপ খেলার মাধ্যমে, যা মিয়ামির সমর্থকদের উল্লাসে ভাসায়। সুয়ারেজের এমন ফর্ম এবং মেসির আসন্ন প্রত্যাবর্তন মায়ামিকে এমএলএস শিরোপার লড়াইয়ে শক্তিশালী প্রতিযোগী হিসেবে সামনে নিয়ে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে : সারজিস 

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

রাজধানীতে আজ কোথায় কী

ঘুম থেকে ওঠার পরই কি সারা শরীরে ব্যথা হয়, ভয়াবহ রোগের লক্ষণ নয় তো?

আকিজ গ্রুপে চাকরি, পাবেন গ্র্যাচুইটিও

ট্রাফিক জরিমানার নামে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা, ডিএমপির সতর্কতা

আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন নদীপাড়ের মানুষ

টিভিতে আজকের যত যত খেলা

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১০

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

১১

৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১২

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

১৩

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

১৪

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

১৫

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

১৬

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

১৭

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

১৮

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

১৯

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

২০
X