স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৯:৪১ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

১ যুগ পর মেসি-ডি মারিয়াবিহীন আর্জেন্টিনা

অ্যাঞ্জেল ডি মারিয়া (বাঁয়ে) ও লিওনেল মেসি। পুরোনো ছবি
অ্যাঞ্জেল ডি মারিয়া (বাঁয়ে) ও লিওনেল মেসি। পুরোনো ছবি

চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসেসিয়েশন (এএফএ)। প্রায় ১ যুগ পর এই প্রথমবারের মতো আর্জেন্টাইন স্কোয়াডে নেই লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে আগামী ৫ সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আলবিসেলেস্তাদের সপ্তম ম্যাচ এটি। এর চার দিন পর তিনবারের বিশ্বজয়ীদের প্রতিপক্ষ কলম্বিয়া।

এই দুই ম্যাচে চমক রেখে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। ঘোষিত স্কোয়াডে একেবারে নতুন মুখ মাতিয়াস সুলে ও ভালেন্তিন কাস্তেয়ানোস। ইতালিয়ান ক্লাব লাৎসিওতে খেলেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড কাস্তেয়ানোস। আর চলতি মৌসুমের দলবদলে আরেক ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেন ২১ বছর বয়সী সুলে।

আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি মেসি ও ডি মারিয়া না থাকায়, সুযোগ পেয়েছেন এই দুই তরুণ ফুটবলার। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন ৩৭ বছর বয়সী মেসি। এখনো সুস্থ হয়ে ওঠেননি তিনি।

খেলতে পারছেন না নিজ ক্লাব ইন্টার মায়ামির জার্সিতেও। ফলে তাকে বাইরে রেখে বিশ্বকাপ বাছাইয়ে পরের দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেন স্কালোনি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকা কাপ জিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ডি মারিয়া।

স্বাভাবিকভাবেই সেপ্টেম্বরে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য এ দুই তারকাকে ছাড়াই দল ঘোষণা করা হয়। ফলে প্রায় ১২ বছর পর এ প্রথম দুই বিশ্বকাপজয়ী তারকাকে ছাড়া খেলতে নামবে আর্জেন্টিনা।

এর আগে সর্বশেষ এমনটি ঘটে ২০১৪ সালের বিশ্বকাপ বাছাইয়ে। সে ম্যাচে উরুগুয়ের কাছে ৩-২ গোলে হেরে ছিল আলবিসেলেস্তারা।

এ ছাড়া আর্জেন্টাইন স্কোয়াডে রাখা হয়নি পাওলো দিবালা, মার্কোস আকুনা এবং ফ্রাঙ্কো আরমানিকেও। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে ষষ্ঠ রাউন্ড শেষে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে উরুগুয়ে।

আর্জেন্টিনা দল

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, হুয়ান মুসো।

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালেরদি, ভালেন্তিন বার্কো, নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, গুইদো রদ্রিগেস, জিওভানি লো সেলসো, এজেকিয়েল ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, মাতিয়াস সুলে, হুলিয়ান আলভারেজ, জিউলিয়ানো সিমোনে, ভালেন্তিন কার্বনি, লাউতারো মার্তিনেজ, ভালেন্তিন কাস্তেয়ানোস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যারাম খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

বিসিবি নির্বাচনের ফল ঘোষণা কখন, যা জানা গেল

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে : তাজুল ইসলাম

গ্রি ফর্চুন অফার ক্যাম্পেইন চালু

নিয়োগ দিচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আবেদন করুন অনলাইনে

কষ্টে দিন যাচ্ছে ‘এক টাকার মাস্টারের’, কেউ খবর রাখে না 

স্কোয়াড ঘোষণার পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

সেনাপ্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি

ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন

১০

নাটোরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১১

প্রথম দেখাতেই মানুষ চিনে নিন ৫ মনোবিজ্ঞানভিত্তিক ট্রিকসে

১২

পাচার অর্থ ফেরাতে / ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চুক্তি করতে নির্দেশ

১৩

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান, অস্ত্র উদ্ধার

১৪

সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণ দাবিতে অফিস ঘেরাও

১৫

এভারেস্ট উপত্যকায় শতাধিক পর্যটক আটকা, উদ্ধার অভিযান চলছে

১৬

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আয়োজনে বক্তারা / জন্ম ও মৃত্যু নিবন্ধন সর্বজনীন করতে আইন সংস্কার অপরিহার্য

১৭

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

১৮

ভর্তার স্বাদ বাড়াতে জানুন ছোট্ট কিন্তু দারুণ কিছু টিপস

১৯

ট্রেনে কুবি শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক

২০
X