খুলনায় নারী ফুটবলারদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ এবং অবিলম্বে নৃশংস ঘটনায় জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ‘শান্তি ও সম্প্রীতিতে নারী’ নেটওয়ার্ক।
খুলনা জেলার বটিয়াঘাটায় বিভাগীয় অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার সাদিয়া নাসরিন, মঙ্গলী বাগচী এবং হাজেরা খাতুনের ওপর নৃশংস হামলা করা এবং তাদের পরিবারকে অপদস্থ করায় বাংলাদেশ নারী প্রগতি সংঘসহ সারা দেশের ৩৫ টি নারী সংগঠনের জোট ‘শান্তি ও সম্প্রীতিতে নারী’ নেটওয়ার্ক ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। স্বাধীনতার ৫২ বছর পরও স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে নারী ফুটবলারদের উপর এই ধরনের নারী বিদ্বেষী মৌলবাদী আক্রমণ বিশেষভাবে উদ্বেগজনক। এধরণের সহিংস ঘটনা নারীর সমানাধিকার বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, নারী মানবাধিকারের চরমভাবে লংঘন বলে উল্লেখ করে ‘শান্তি ও সম্প্রীতিতে নারী’ নেটওয়ার্ক।
নারী সংগঠনের জোটটি আরও জানায়, আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি যে, আমাদের দেশের নারী ফুটবলারসহ নারী খেলোয়াড়রা দেশের জন্য অনেক সম্মান বয়ে আনলেও নারী হিসেবে তাদের প্রতি মজুরী বৈষম্যসহ অনেক ক্ষেত্রেই বৈষম্য ও বঞ্চিত করা হয় এবং যথাপোযুক্ত স্বীকৃতি প্রদান করা হয় না, এতদ্বসত্ত্বেও এই নারী ফুটবলারসহ সকল নারী খেলোয়াড়রা অনেক বাধাবিপত্তি মোকাবিলা করে তাদের খেলাধুলা চালিয়ে যাচ্ছেন।
‘শান্তি ও সম্প্রীতিতে নারী’ নেটওয়ার্ক- এই ঘটনার সঙ্গে জড়িতদের শুধু মামলার মধ্যে সীমাবদ্ধ না রেখে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাসহ সকল ধরনের নারী বিদ্বেষী মৌলবাদী কর্মকান্ড প্রতিরোধ, এবং এ ধরণের ঘটনার পুনরাবৃত্তিরোধে সরকার এবং প্রশাসনের প্রতি জোড় দাবি জানাচ্ছে । একই সঙ্গে যারা মানবাধিকারের বিভিন্ন ইস্যু নিয়ে ধর্না ধরেন তাদের প্রতি আহ্বান নারী খেলোয়াড়দের প্রতি মৌলবাদী, ধর্মান্ধ নারী বিদ্বেষী গোষ্ঠীর এ ধরনের ঘটনাকেও মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করবেন। নাগরিক সমাজের প্রতি আহ্বান প্রতিটি পাড়া মহল্লায় নারী বিদ্বেষী মৌলবাদী কর্মকান্ড প্রতিরোধে এবং নারীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের জন্যে সুস্থ পরিবেশ তৈরিতে এগিয়ে আসুন।
মন্তব্য করুন