স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

হাঁচি দিয়ে ইনজুরিতে ফুটবলার!

হাঁচি দিয়ে ইনজুরি বাড়ানো সেই ফুটবলার। ছবি : সংগৃহীত
হাঁচি দিয়ে ইনজুরি বাড়ানো সেই ফুটবলার। ছবি : সংগৃহীত

ফুটবল খেলায় ইনজুরি খুবই সাধারণ ব্যাপার। প্রায়ই খেলার মধ্যে এবং বাইরে ফুটবলারদের ইনজুরিতে পড়তে হয় বিভিন্ন কারণে। মাঝেমধ্যে এসব ইনজুরি অনেক সময়ের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দেয় খেলোয়াড়দের; তবে হাঁচির কারণে ইনজুরিতে- এই প্রথম দেখা গেল ফুটবলে।

ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডে। সেখানকার লিগ ওয়ানের ক্লাব বল্টন ওয়ান্ডারার্সের স্ট্রাইকার ভিক্টর অ্যাডেবোয়েজোকে একটি অদ্ভুত চোটের কারণে মাঠের বাইরে যেতে হয়েছে। অবিশ্বাস্য শোনালেও একটি শক্তিশালী হাঁচির কারণে ইনজুরিতে পড়েছেন তিনি। বল্টন ওয়ান্ডারার্সের ম্যানেজার ইয়ান এভাট একটি সংবাদ সম্মেলনে এ অস্বাভাবিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লিগ ওয়ানে খেলা এই ফুটবলার সপ্তাহের শুরুর দিকে একটি হাঁচির কারণে তার পিঠের চোটকে আরও গুরুতর করে তুলেছেন। দ্য বল্টন নিউজকে এভাট বলেছেন, ‘ভিক্টরের পিঠে একটি সমস্যা ছিল এবং অবিশ্বাস্য হলেও সত্যি, একটি জোরালো হাঁচি এটি আরও খারাপ করেছে।’

নাইজেরিয়ান এই স্ট্রাইকার আগেই চার্লটনের বিরুদ্ধে ম্যাচে একটি ছোটখাটো আঘাত পেয়েছিলেন, তবে তখন সেটি গুরুতর মনে হয়নি। কিন্তু হাঁচির পর অবস্থার অবনতি ঘটে। এভাট বলেছেন, ‘তার পাঁজরের মাঝে একটি শব্দ শুনেছে এবং আমরা আশা করছি এটি শুধু কার্টিলেজ বা পেশির সমস্যা।’ চোটের পূর্ণ অবস্থা জানতে ক্লাবটি স্ক্যানের রিপোর্টের জন্য অপেক্ষা করছে।

এরপর অ্যাডেবোয়েজো মঙ্গলবার বারো-র বিপক্ষে ম্যাচ মিস করেছেন, যা বল্টনের ইনজুরি তালিকায় আরও একটি নাম যোগ করেছে। এমন একটি সময়ে এই চোট এলো যখন দলটি লিগ ওয়ানে বেশ চাপের মুখে রয়েছে, বিশেষ করে গত মৌসুমের প্লে-অফ ফাইনালে অক্সফোর্ড ইউনাইটেডের কাছে হেরে যাওয়ার পর।

এভাট এই অদ্ভুত পরিস্থিতি সম্পর্কে হালকাভাবে মন্তব্য করেছেন, ‘ভেক্টর একজন শক্তিশালী ছেলে, এমনকি তার হাঁচিও শক্তিশালী! ফুটবলাররা হাঁচির কারণে আহত হলে, আমাকে এখন হয়তো নিজের দিকে তাকাতে হবে।’

অ্যাডেবোয়েজো এখন ফুটবল বিশ্বের কিছু অদ্ভুত ইনজুরির তালিকায় নাম লিখিয়েছেন। ২০০৯ সালে গ্লাসগো রেঞ্জার্সের ডিফেন্ডার কার্ক ব্রডফুট একটি ডিম মাইক্রোওয়েভে পোচ করতে গিয়ে তা বিস্ফোরিত হওয়ার পর মুখে আঘাত পান। আরেক ঘটনায়, ১৯৯৫ সালে ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মিলান রাপাইচ দুর্ঘটনাক্রমে নিজের চোখে বোর্ডিং পাস ঢুকিয়ে দিয়েছিলেন, যার ফলে প্রাক-মৌসুমের কিছু অংশ মিস করেছিলেন। আরও মজার একটি ঘটনা ঘটে ২০২১ সালে, যখন তিউনিশিয়ার ফুটবলার রামি কাইব গাজর খেতে গিয়ে তার চোয়াল ভেঙেছিলেন এবং পাঁচ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতালও প্রত্যাহার

দিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, একের পর এক বিস্ফোরণ

ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় কমেছে স্বর্ণের দাম

যে গোনাহ একবার করার সাজা ১০ গুণেরও বেশি!

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

বিপিএল : বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

তারেক রহমানের জন্মদিনে ড্যাবের দোয়া মাহফিল

ফিলিস্তিনিদের সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, থানায় গেলেন প্রথম স্ত্রী

দুবাই এয়ারশোতে রাশিয়ার স্টেলথ ফাইটারের তাক লাগানো প্রদর্শনী

১০

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

১১

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১২

দেশে ফিরে বাংলাদেশকে নিয়ে অভিযোগ ভারতের, অস্বীকার ফেডারেশনের

১৩

৩ ধরনের মোবাইল ফোন বন্ধের সিদ্ধান্ত সরকারের

১৪

‘৪১ বছর আগে জামায়াতের পক্ষ থেকে তত্ত্বাবধায়কের প্রথম প্রস্তাব দেওয়া হয়’

১৫

রোবটের নাচ দেখে চমকে গেলেন পুতিন

১৬

তারেক রহমানের জন্মদিনে ঘাটাইল বিএনপির অন্যরকম উদ্যোগ

১৭

স্কুল কর্তৃপক্ষের অবহেলায় স্বপ্নভঙ্গ ১০ শিক্ষার্থীর

১৮

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ

১৯

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না বুঝবেন যেভাবে

২০
X