স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সতীর্থদের কাঠগড়ায় তুললেন বেলজিয়ান তারকা

বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা। ছবি : সংগৃহীত
বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা। ছবি : সংগৃহীত

বল দখলের লড়াইয়ে ফ্রান্সের চেয়ে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের একের পর এক শটে রীতিমত ভীতসন্ত্রস্ত ছিল বেলজিয়াম। ৫৪ শতাংশ বল দখলে রাখা বেলেজিয়ানরা ৯ শট নিয়েছে; বিপরীতে টানা দুই বিশ্বকাপ ফাইনালিস্ট ফ্রান্স ২৫ শট নিয়েছে।

টার্গেটে ছিল ৯ শট। দাপট স্পষ্ট করে ফ্রান্সের ২-০ গোলে জয়ের ম্যাচ শেষে সতীর্থদের নিবেদন নিয়ে প্রশ্ন তুললেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা।

এটি ফ্রান্সের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে বেলজিয়ামের টানা দ্বিতীয় হার। জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে ইয়ান ভার্তোঘানের আত্মঘাতী গোলে হেরেছিল বেলিজিয়াম।

উয়েফা নেশন্স লিগের ম্যাচে দুই অর্ধে ফ্রান্সের হয়ে গোল করলেন রানদন কোলো মুয়ানি এবং ওসমান দেম্বেলে। দুই প্রতিযোগিতায় ফ্রান্সের কাছে হারের মাঝে নেশন্স লিগের সূচনায় ইসরায়েলকে ৩-১ গোলে হারিয়েছে বেলজিয়াম।

পার্ক অলিম্পিক লিয়োনে ম্যাচের পর ডি ব্রুইনা স্বদেশি টিভিএম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সতীর্থদের কাঠগড়ায় দাঁড় করালেন। ম্যানচেস্টার সিটির বর্ষীয়ান প্লে-মেকার বলেন, ‘আমি এখানে এসে বলতে পারছি না যে, সমস্যা কোথায়। মাঝবিরতিতে সতীর্থদের একই কথা বলছিলাম। গণমাধ্যমকে একই কথা বলতে চাই না। একটা বিষয় পরিষ্কার আমরা সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে চাইলে নিজেদের সেরাটা নিংড়ে দিতে হবে। আমরা যদি সে মানের হয়ে না থাকি, তাহলে তো আর কিছু করার প্রয়োজন নেই।’

বেলজিয়াম এরই মধ্যে স্বর্ণালী সময়টা পেছনে ফেলে এসেছে। একঝাঁক তারকা নিয়েও বিশ্ব ফুটবলে অবশ্য বড় কিছু অর্জন করতে পারেনি দেশটি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থানে ছিল বেলজিয়াম। ১৯৮০ সালের ইউরো রানার্সআপ দেশটি ১৯৭২ সালের আসরে তৃতীয় স্থান পেয়েছিল।

স্বর্ণালী সময়ের অন্যতম প্রতিনিধি ডি ব্রুইনা ক্যারিয়ারের শেষ সময়ে চলে এসেছেন। ২০১৮ সালের বিশ্বকাপের প্রসঙ্গ টেনে ডি ব্রুইনা বলেছেন, ‘এটা স্বীকার করছি যে, আমরা মানের দিক থেকে ২০১৮ সালের দলের অবস্থানে নেই। কিন্তু আমরা যে মানের দল, তা নিয়ে যে প্রক্রিয়ায় খেলছি এটা গ্রহণযোগ্য নয়।’

ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ সব সাফল্য পাওয়া ডি ব্রুইনা সতীর্থদের খেলার ধরন নিয়েও প্রশ্ন তুললেন, ‘অধিকাংশ খেলোয়াড় নিচে নেমে বসে থাকে। একটা দলের ৬ ফুটবলার যদি রক্ষণে নেমে থাকে, তাহলে তো মাঠের অন্যান্য বিভাগের সঙ্গে কোনো সংযোগই থাকে না।’

হাঙ্গেরির বুদাপেস্টের বাজসিক অ্যারেনায় ইতালির বিপক্ষে হোম ম্যাচ খেতে নেমেছিল ইসরায়েল। শুরুর দিকে ইসরায়েল প্রতিরোধ গড়লেও ম্যাচের দুই অর্ধে দুই গোল করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ২৮ মিনিটে দাভিদে ফ্রাত্তেসি চলন্ত বলে কাঁধ ব্যবহার করে দারুণ লক্ষ্যভেদে ইতালিকে এগিয়ে দেন। বিরতির পর, ৬২ মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন মোইসে কিন। ৯০ মিনিটে মোহাম্মদ আবু ফানির করা গোলে ব্যবধান কমায় ইসরায়েল।

ন্যাশন্স লিগ ‘বি’-তে নরওয়ে ২-১ গোলে অস্ট্রিয়াকে এবং স্লোভেনিয়া ৩-০ গোলে কাজাখস্তানকে পরাজিত করে। ন্যাশন্স লিগ ‘সি’-তে ওয়েলস ২-১ গোলে মন্টে নেগ্রোকে এবং তুরস্ক ৩-১ গোলে আইসল্যান্ডকে পরাজিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির

মৌলভীবাজার ৪টি আসনে বিএনপির প্রার্থী যারা 

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

রাজধানীতে আজ কোথায় কী

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

০৪ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

বিএনপির মনোনীত প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী

বিএনপি একটি সুন্দর রাষ্ট্র গড়তে চায় : কফিল উদ্দিন

১১৪ আসনে নতুন প্রার্থী বিএনপির

১০

গাজীপুরের চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

১১

শেরপুরের তিনটি আসনে বিএনপির ভরসা যারা

১২

ময়মনসিংহের ১১টি আসনের ৯টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

১৩

মধ্যরাতে বিএনপির চার নেতাকে বহিষ্কার

১৪

খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় ফেনীতে উচ্ছ্বাস

১৫

মেসিকে সেরা মানতে নারাজ রোনালদো!

১৬

বগুড়ায় বিএনপির প্রার্থী হলেন যারা

১৭

ফিফপ্রোর বর্ষসেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন কারা?

১৮

দাবি আদায়ে নতুন কর্মসূচি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের

১৯

তুরাগে মোস্তফা জামানের উঠান বৈঠকে জনতার ঢল

২০
X