স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবলারকে জীবন্ত খেলো কুমির

যিশু আলবার্তো লোপেজ অরটিজ । ছবি : সংগৃহীত
যিশু আলবার্তো লোপেজ অরটিজ । ছবি : সংগৃহীত

গরমে হাসফাঁস, শরীরকে শীতল করতে নদীতে নেমেছিলেন এক ফুটবলারকে। কিন্তু বিধিবাম, হৃদয়বিদারক পরিণতির শিকার হতে হয়েছে তাকে। নদীতে নামার পর এক কুমির তাকে টেনে নিয়ে যায় পানির নিচে। শুধু তাই নয়, একপর্যায়ে ওই ফুটবলারের শরীরের অর্ধেক গিলে ফেলে কুমিরটি।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, ২৯ বছর বয়সী ওই ফুটবলারের নাম যিশু আলবার্তো লোপেজ অরটিজ। ডাকনাম চুচো। কোস্টারিকার গুয়ানাকাস্ট প্রদেশের রিও কানাস নদীতে নেমেছিলেন চুচু। পরে তাকে কুমির টেনে নিয়ে যায়।

সেই ফুটবলারকে চোয়ালের মধ্যে নিয়ে সাঁতার কাটছে ওই কুমিরটি। পরে গুলি করে কুমিরটিকে হত্যা করে ফুটবলারের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত চুচুর আট ও তিন বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

এদিকে কুমিরটিকে হত্যা করায় বিপাকে পড়তে পারেন স্থানীয়রা। কোস্টারিকার পরিবেশ ও শক্তি মন্ত্রণালয় কুমিরের মতো সুরক্ষিত প্রাণী শিকার বা হত্যা নিষিদ্ধ করেছে। যদিও সর্বশেষ ঘটনায় এখনো স্থানীয়দের ওপর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

স্থানীয় পুলিশের দাবি, কুমিরটির মুখ থেকে মরদেহটি বের করতে বন্যপ্রাণী আইন মেনেছেন তারা। একটি বিবৃতিতে তারা জানায়, এটি স্পষ্ট, কুমিরটির কোনো ক্ষতি না করে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করা সম্ভব ছিল না। এরপরও তারা চেষ্টা করেছে। না পেরে অনেকটা বাধ্য হয়ে কুমিরটিকে গুলি করে তারা।

লোপেজ মূলত অপেশাদার দল দেপোর্তিভো রিও কানাসের একজন ফুটবলার ছিলেন। তার মৃত্যু বিপর্যস্ত তার পরিবার। শেষকৃত্যের খরচ জোগাড়ে জনসাধারণের কাছে সাহায্যে চাইতে হচ্ছে তার পরিবারকে। তার দলের ম্যানেজার এই অর্থ সংগ্রহের তদারকি করছেন।

লোপেজের এমন মর্মান্তিক মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে ক্লাব কৃর্তপক্ষ। এ ছাড়া শোকবার্তা দিচ্ছেন ক্লাবটির সমর্থকরা। যদি কুমিরের আক্রমণে নিহত হওয়ার ঘটনা কোস্টারিকায় নতুন নয়। এর আগে গত নভেম্বরে নদীতে মাছ শিকারের সময় ১২ ফুট লম্বার একটি কুমিরের আক্রমণে মারা যায় জুলিও নামের আট বছরের এক বালক।

বিভিন্ন দেশে কুমিরের আক্রমণে মৃত্যুর ঘটনা রয়েছে। গত জুলাইয়ে ইন্দোনেশিয়ায় নদীতে কাপড় ধোয়ার সময় কুমিরের আক্রমণে মারা যায় ১৪ বছর বয়সী এক কিশোরী। এ ছাড়া মালেয়েশিয়ায় নিখোঁজ এক কৃষকের মরদেহ পাওয়া যায় ১৪ ফুট লম্বার এক কুমিরের পেটে। আর কম্বোডিয়ায় চলতি বছরের শুরু দিকে ঘেরে পড়ে প্রায় ৪০টি কুমিরের আক্রমণে মারা যান একজন বয়স্ক ব্যক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

১০

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

১১

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

১২

খাদ্য নিরাপত্তা / কৃষি উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ

১৩

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

১৪

প্রথম রূপায়ন আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু

১৫

বর্ষার সাথে মাহির ও জোবায়েদের প্রেম ছিল : জবানবন্দিতে বর্ষার মামা

১৬

২৬ মামলা জিতলেন ভুয়া আইনজীবী

১৭

পিএসএলে আইনি ঝড়ের আশঙ্কা, নবায়ন না পেয়ে ক্ষুব্ধ মুলতানের মালিক

১৮

নিউইয়র্কে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু, ঘোষণা মামদানির

১৯

হাত তুলে বিএনপির প্রার্থীকে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন

২০
X