১৯৯৫ সালে পার্মার হয়ে শুরু করেছিলেন পেশাদার ফুটবল ক্যারিয়ার। দীর্ঘ ২৮ বছর পর নিজের শৈশবের ক্লাব সেই পার্মার জার্সিতেই ফুটবলকে বিদায় জানালেন ইতালির কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফন। অবশেষে ৪৫ বছর বয়সে থামলেন ‘চিরসবুজ’ সাবেক আজ্জুরি গোলকিপার। যুক্তরাষ্ট্রের খেলাধুলা বিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক বিশ্বকাপজয়ী বুফনের ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে। এ ছাড়া দলবদলের বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও তার টুইটারে পোস্ট করে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফ্যাব্রিজিও রোমানো টুইটে লিখেছেন, ‘ইতালির কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফন পেশাদার ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
বর্তমান ক্লাব ইতালিয়ান দ্বিতীয় বিভাগের দল পারমার সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তির মেয়াদ বুফনের। তবে শৈশবের ক্লাবটির সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সাবেক আজ্জুরি গোলকিপার।
১৯৯৫ সালে পার্মার বয়সভিত্তিক দলের হয়ে ফুটবলে অভিষেক ঘটে ‘সুপারম্যান’ খ্যাত বুফনের। ২০০১ সালে যোগ দিয়েছিলেন জুভেন্টাসে। ১৭ বছর টানা তুরিনের ‘ওল্ড লেডি’ খ্যাত ক্লাবটিতে খেলেন সাবেক আজ্জুরি গোলকিপার। এরপর যোগ দেন ফ্রান্সের পিএসজিতে। এক মৌসুম প্যারিসের ক্লাবে কাটিয়ে ফিরে আসেন জুভেন্টাসে। সেখান থেকে ২০২১ সালে আবার পাড়ি জমান শৈশবের ক্লাব পার্মাতে। শৈশবের ক্লাবে ফিরেছিলেন সিরি বি থেকে পার্মাকে ইতালির শীর্ষ লিগে (সিরি আ) ফিরিয়ে আনবেন। কিন্তু দুই মৌসুমজুড়ে চেষ্টা করেও পারেননি। তাই শৈশবের ক্লাব থেকেই গ্লাভস জোড়া খুলে রাখার সিদ্ধান্ত নিলেন ইতালির এই ‘চিরসবুজ’ গোলকিপার।
জিয়ানলুইজি বুফন ইতালির হয়ে ১৭৬ ম্যাচ গোলবার সামলেছেন। ক্লাব ক্যারিয়ারে ৯৭৫ ম্যাচ খেলেছেন ৪৫ বছর বয়সী গোলকিপার। একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ছাড়া ফুটবলের সম্ভাব্য সব ট্রফি ছুঁয়ে দেখেন বুফন। এই একমাত্র না পাওয়ার আক্ষেপ নিয়েই অবসরের সিদ্ধান্ত নিলেন ইতালির ২০০৬ বিশ্বকাপ জয়ের নায়ক।
ইতালির সর্বোচ্চ ফুটবল সংস্থা ফুটবল ইতালিয়া জানিয়েছে, ইতালি জাতীয় ফুটবল দলের ম্যানেজার পদে যোগ দিচ্ছেন বুফন। কিংবদন্তি ফুটবলার জিয়ানলুকা ভিয়াল্লির মৃত্যুর পর থেকেই এই পদটি খালি আছে। আর এক কিংবদন্তির জায়গায় বসতে যাচ্ছেন আরেক কিংবদন্তি ‘জিজি’ বুফন।
মন্তব্য করুন