যুক্তরাষ্ট্রে প্রাক-প্রস্তুতি মৌসুমে টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়েছে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারার পর আজ ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের কাছে ৩-১ গোলে হেরে মার্কিন সফর শেষ করল লস ব্লাঙ্কোসরা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ফ্লোরিডার অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ভোরে অনুষ্ঠিত ম্যাচে ইউরোপের সফলতম দল রিয়ালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। জুভদের পক্ষে ময়সে কিন, টিমোথি উইয়াহ ও ডুসান ভ্লাহোভিচ গোল করেন। রিয়ালের হয়ে একটি গোল পরিশোধ করেন ভিনিসিয়ুস জুনিয়র।
পুরো ম্যাচ আধিপত্য দেখিয়ে খেলছে মাদ্রিদ তবে জয় পেয়েছে জুভেন্টাস। প্রথম থেকেই ইতালির সফলতম দলটির রক্ষণভাগে আক্রমণের ঝড় তোলে লস ব্লাঙ্কোসরা। রিয়াল ৩৪টি শট নিলেও জয়ের দেখা পায়নি।
ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন জুভেন্টাস স্ট্রাইকার মইসে কিন। ২০ মিনিটে গোল তুরিনের বুড়িদের দুই গোলের লিড এনে দেন টিমোথি উইয়াহ। তবে ৩৮ মিনিটে টনি ক্রুসের পাস থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র গোল করে রিয়ালকে ম্যাচে ফিরান।
দ্বিতীয়ার্ধেও শুরু থেকে আক্রমণ বজায় রাখে লস ব্লাঙ্কোসরা। কিন্তু জুড বেলিংহ্যাম-রদ্রিগোরা জভেন্টাসের রক্ষণভাগকে ভাঙতে পারেনি। বিপরীতে ম্যাচের অতিরিক্ত সময়ে ভ্লাহোভিচ গোল করে জুভেন্টাসের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
আগামী ১২ আগস্ট লা লিগার প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। অন্যদিকে ২০ আগস্ট সিরি আ তে উদিনেসের বিপক্ষে লিগের প্রথম ম্যাচে মাঠে নামবে জুভেন্টাস।
মন্তব্য করুন