কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় মার্কিন হামলা আন্তর্জাতিক চুক্তির কফিনে শেষ পেরেক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক সব ধরনের নিয়ম উপেক্ষা করে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের ঘোষণা দিয়েছেন।

কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক সুলতান বারাকাত আল জাজিরাকে বলেন, ভেনেজুয়েলায় মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানোর দিন শেষ করে দিচ্ছে। এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের জন্যও একই ধরনের পদক্ষেপ নেওয়ার অজুহাত তৈরি হয়েছে।

বারাকাত বলেন, ‘এটি সম্ভবত যে কোনো আন্তর্জাতিক চুক্তির কফিনে শেষ পেরেক। রাষ্ট্রের সার্বভৌমত্বের মৌলিক নীতিই ভেঙে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যে ধরনের হামলা লেবানন ও ইরানে চালিয়েছে, এই হামলাও তার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। আমরা যে ধরনের আন্তর্জাতিক আইন ও রীতিনীতি মেনে চলতে অভ্যস্ত তারা সেই সীমা ছাড়িয়ে যাচ্ছে।’

এ প্রসঙ্গে বারাকাত বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডকে সামনে রেখে চীন এখন তাইওয়ানের ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ নেওয়ার যৌক্তিকতা দেখাতে পারে— যে অঞ্চলটিকে চীন দীর্ঘদিন ধরেই নিজের অংশ বলে দাবি করে আসছে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের বিভিন্ন অংশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

কারাকাসে অবস্থানরত আল জাজিরার এক প্রতিবেদকের বরাতে জানানো হয়, শনিবার ভোরের দিকে শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কয়েকটি এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। একই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংস্থাটি জানায়, ভোররাতে কারাকাসে একাধিক উচ্চ শব্দ শোনা গেছে।

এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, রাজধানীতে অন্তত ৭টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। একই সঙ্গে নিচু দিয়ে উড়ে যাওয়া বিমানও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকায় ওই ঘটনার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে বিস্ফোরণের কারণ বা এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের নায়েবে আমিরের

ঘন কুয়াশায় পৃথক স্থানে দুর্ঘটনার কবলে ৭ অটোরিকশা

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ

জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ ভারতীয় উপস্থাপিকার

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল : এনবিআর চেয়ারম্যান

দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করল সনি-স্মার্ট

বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

১০

কীভাবে শরীর নিজে থেকেই ডিটক্স হয় জেনে নিন

১১

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী

১২

দেশের বাইরে পড়াশোনার জন্য ফেসবুক যেভাবে ব্যবহার করবেন

১৩

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

১৪

শীতকালে বাংলাদেশের ভ্রমণের জন্য ৫ সেরা জায়গা

১৫

বিসিবির মেইলের জবাব দিল আইসিসি, যা আছে সেই মেইলে

১৬

কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?

১৭

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

১৮

এবার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

১৯

ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে

২০
X