নেইমার দ্য সিলভা বারবার চোটে পড়েন। চোট থেকে ফিরেও আসেন দ্বিগুণ শক্তিতে। চোট থেকে আজও ফিরে আসলেন দীর্ঘ ছয় মাস পর। তবে প্রত্যাবর্তনের ম্যাচে মাঠে ফিরেই দুর্দান্ত জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ২টায় দক্ষিণ কোরিয়ার ক্লাব জিওনবুকের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছে ফরাসি ক্লাব পিএসজি। নেইমারের জোড়া গোলের সঙ্গে বাকি গোলটি করেন মার্কো আসেন্সিও।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। বারবার জিওনবুকের রক্ষণভাগে গিয়ে আটকে যায় নেইমার-ঘারাবিরা। ছয় মাস পর মাঠে নামা ব্রাজিলিয়ান তারকা নেইমার পিএসজির হয়ে প্রথম গোলের সূচনা করেন। ৪০ মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেন। নেইমারের গোলে বিরতিতে যায় ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারীরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ বজায় রাখে ফরাসি ক্লাবটি। ৬০ মিনিটের পর একাধিক খেলোয়াড় পরিবর্তন করে মাঠে নামান স্প্যানিশ কোচ লুইস এনরিকে। ৮৩ মিনিটে ফ্যাবিয়ান রুইজের অ্যাসিস্টে গোল করে পিএসজিকে ২-০ গোলে এগিয়ে নেন নেইমার। নিজে জোড়া গোল করার পাশাপাশি ৮৮ মিনিটে মার্কো অ্যাসেন্সিওকে দিয়ে করিয়েছেন আরেক গোল। ফলে ৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি জায়ান্টরা।
২০২৩ সালের ২২ ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে গোড়ালির ইনজুরিতে পড়েন নেইমার। এরপর ডাক্তারের ছুরির নিচে যেতে হয় তাকে। প্রাক-প্রস্তুতি মৌসুমের শুরুর ম্যাচগুলোতেও খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। আগামী ১৩ আগস্ট লিগ ওয়ানের প্রথম ম্যাচে মাঠে নামতে আর বাধা রইল না নেইমারের।
মন্তব্য করুন