স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মেসির গোলে রক্ষা পেল মায়ামি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির অসাধারণ এক গোলে ইন্টার মায়ামি অল্পের জন্য হার এড়াতে পেরেছে। অবশ্য ড্র করেও মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের শীর্ষস্থান অর্জনের আরও কাছাকাছি পৌঁছেছে ইন্টার মায়ামি। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে শার্লট এফসির বিপক্ষে ১-১ ড্রয়ে মেসি তার ১৫তম গোলটি করেন, যা মায়ামির অপরাজিত থাকার রেকর্ডকে আট ম্যাচ পর্যন্ত বাড়িয়ে দিল।

মেসির এই গোলটি আসে ৬৭তম মিনিটে, যখন তিনি পেনাল্টি বক্সের উপরে তার জাদুকরী বল নিয়ন্ত্রণের মাধ্যমে তার স্বাভাবিক বাঁ-পায়ের শটে চারজন ডিফেন্ডারের মধ্য দিয়ে বলটি জালে পাঠান। এটি ছিল তার এবারের এমএলএস মৌসুমে ১৬তম ম্যাচে ১৫তম গোল। যদিও ম্যাচটিতে শার্লট প্রথম গোল করে এগিয়ে যায়, তবে মেসির জাদুকরী গোলের ফলে ইন্টার মায়ামি ম্যাচে সমতায় ফেরে।

এই ড্রয়ের ফলে ইন্টার মায়ামি এখন আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে। এছাড়া পুরো এমএলএস প্লে-অফে শীর্ষস্থান ধরে রাখার ক্ষেত্রে তারা এলএ গ্যালাক্সির চেয়ে সাত পয়েন্ট এগিয়ে আছে। মায়ামি তাদের পরবর্তী ম্যাচ খেলবে বুধবার কলম্বাস ক্রুর বিপক্ষে, যেখানে জয় পেলেই তারা ইস্টের শীর্ষস্থান নিশ্চিত করবে। মায়ামি বর্তমানে ৬৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে, যেখানে কলম্বাসের রয়েছে ৫৭ পয়েন্ট। মায়ামির বাকি তিনটি ম্যাচ জিতলে তারা ৭৪ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করতে পারবে, যা এমএলএসের এক মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্টের নতুন রেকর্ড হবে। ২০২১ সালে নিউ ইংল্যান্ড রেকর্ড ৭৩ পয়েন্টে মৌসুম শেষ করেছিল।

মায়ামির অবশ্য শেষ মুহূর্তগুলোতে গোল করার দুটি বড় সুযোগ ছিল। বিশেষ করে অতিরিক্ত সময়ের ১০তম মিনিটে মেসি ফাউলের জন্য আবেদন করলেও কোনো ফাউল ডাকেননি রেফারি। ম্যাচের একদম শেষ মুহূর্তে লুইস সুয়ারেজ গোল করার সহজ সুযোগ মিস করেন, যেটি হয়তো মায়ামিকে জয় এনে দিতে পারত।

ইন্টার মায়ামি এখন কলম্বাসের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে এবং ৫ অক্টোবর টরন্টোর বিপক্ষে খেলবে। ১৯ অক্টোবর নিউ ইংল্যান্ডের বিপক্ষে তাদের মৌসুমের শেষ ম্যাচটি হবে মায়ামির ঘরের মাঠে।

শার্লটের বিপক্ষে ড্র হলেও ইন্টার মায়ামি বর্তমানে ৯-১-৩ রেকর্ড নিয়ে চলতি মৌসুমে এমএলএসে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X