স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এমন হারে কোনো অজুহাত নেই আনচেলত্তির

কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত

পিয়েরে-মাউরি স্টেডিয়ামে বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে লিলের বিপক্ষে ১–০ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এমন হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার জয়যাত্রা থেমে গেল। গত বছর মে মাসে ম্যানচেস্টার সিটির উয়েফা চ্যাম্পিয়ন লিগে সর্বশেষ হেরেছিল কার্লো আনচেলত্তির দল।

লিলের মাঠে রিয়াল ফুটবলারদের পারফরম্যান্স ছিল বিবর্ণ। ইউরোপ সেরার মঞ্চে রিয়ালকে হারানোর ক্রেডিট তো লিলে দিতেই হয়। তাই তো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন হারের কোনো অজুহাতও দেননি রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ।

আনচেলত্তি বলেন, ‘আমি খুব সৎ মানুষ! আজকের (বুধবার রাতের) ম্যাচে আমাদের নিয়ে সমালোচনা করাটা আপনাদের ন্যায্য অধিকার। আমাদের এটা মানতেই হবে। আমরা এই ম্যাচে ভালো খেলিনি। সাম্প্রতিক সময়ে আমরা এমন হার দেখিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই জয়ের যোগ্য। আমরা শেষ দিকে সুযোগ পেয়েছি। কিন্তু ড্রও প্রাপ্য ছিল না। এখান আমাদের শিখতে হবে। কিছু জায়গায় কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা এমন কিছু (হার) দেখিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই জয়ের যোগ্য। আমরা শেষ দিকে সুযোগ পেয়েছি। কিন্তু ড্রও প্রাপ্য ছিল না। এখান আমাদের শিখতে হবে। কিছু জায়গায় কাজ করতে হবে।’

মাঠে ফুটবলারদের পারফরম্যান্স যে ভালো ছিল না, তা অকপটে বলে দেন তিনি, ‘(গত) রাতটা আমাদের জন্য ভালো ছিল না। আমরা অজুহাত না খুঁজি। কারণ, আমাদের উন্নতি করতে হবে।’

চ্যাম্পিয়ন্স রিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে শুরুর একাদশে জায়গা পান এনদ্রিক। এ দিন তার বয়স ছিল ১৮ বছর ৭৩ দিন বয়সী ব্রাজিলিয়ান তারকা, ‘আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলছি। শুরু থেকে খেলা কঠিন হলেও আমার জন্য ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এ জন্য ভালো লাগছে। তবে হারের জন্য নয়।’

ইউরোপ সেরার মঞ্চে সমর্থকদের অন্যতম সেরা রাত উপহার দিতে পেরে বেশ আনন্দিত লিলের কোচ ব্রুনো জেনেসিও। জয়ের পর তিনি বলেন, ‘সবাই দারুণ পারফর্ম করেছে। আমাদের ক্লাব ও সমর্থকদের জন্য এটি (জয়) সুন্দর উপহার। এটা বুঝিয়ে দেয়, ৯০ মিনিটে আমরা ইউরোপের সেরা দলগুলোর জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারি।’

এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ৩৬ দলের মধ্যে পয়েন্ট টেবিলের ১৭তম স্থানে রিয়াল। পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে ষোলোয়। কাজে পয়েন্ট টেবিলের সেরা ৮ জায়গা পেতে বেশ সতর্ক থাকতে হবে স্প্যানিশ জায়ান্টদের।

পয়েন্ট টেবিলের ৯ম থেকে ২৪তম স্থানে থাকলেও শেষ ষোলোতে খেলার সুযোগ সুযোগ থাকবে লস ব্ল্যাঙ্কোসদের। এ ক্ষেত্রে প্লে-অফ খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

এলোপাতারি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দামে কাঁচামাল

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

১০

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১১

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১৩

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১৪

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৫

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৬

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৭

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৮

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৯

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

২০
X