শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১১:৫১ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যালন ডি’অর জিততেই ফ্রান্সের হয়ে কম খেলছেন এমবাপ্পে?

কিলিয়ান এমবাপ্পে।  ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

ফ্রান্স ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন কিলিয়ান এমবাপ্পে এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। দিদিয়ের দেশমের ঘোষিত ফ্রান্স দল থেকে এমবাপ্পের ছিটকে যাওয়ার মধ্যে দিয়ে বিতর্কের শুরুটা হয়েছিল। সে সময় এমবাপ্পের দল থেকে বাদ পড়ার কারণ হিসেবে চোটের কথা জানিয়েছিলেন দলটির কোচ দিদিয়ের দেশম।

তবে প্রায় কাছাকাছি সময়ে লিলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগে এবং রিয়াল-ভিয়ারিয়াল ম্যাচের একাদশেও ছিলেন এমবাপ্পে। চোটের কারণে দেশমের নেশনস লিগের দলে জায়গা না পাওয়া এমবাপ্পে ঠিকই খেলেছেন ক্লাবের হয়ে। আর তখন থেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন ফ্রান্সের অনেক সমর্থক ও সাবেক ফুটবলাররা।

এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, এমবাপ্পে নিজেই নাকি ফ্রান্সের হয়ে নেশনস লিগের ম্যাচ দুটি খেলতে চাননি। অনেক সমর্থকেরই অভিযোগ, রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে নেশনস লিগে না খেলানোর অনুরোধ করেছে। তবে এসব গুঞ্জন উড়িয়ে দেন দিদিয়ের দেশম। ফরাসি এই কোচ বলেন, এই দুই ম্যাচে এমবাপ্পে নিজে থেকে ছুটি নেননি বা রিয়াল মাদ্রিদেরও এ ব্যাপারে কোনো চাহিদা ছিল না। এই সিদ্ধান্তকে সম্পূর্ণ নিজের বলে মন্তব্য করে তিনি বলেন, এমবাপ্পেকে না রাখার জন্য কেউ কোনো অনুরোধ করেনি।

এমবাপ্পেকে নিয়ে কোচ দেশমের এমন মন্তব্যের পরও থামছে না বিতর্ক। বরং সুইডেনের এক গণমাধ্যমের খবরে আরও চটেছে ফ্রান্সের সমর্থকরা। গণমাধ্যমটির খবর অনুযায়ী, এমবাপ্পেকে দেখা গেছে সুইডেনের এক নৈশ ক্লাবে। চারদিকে আবারও শুরু নতুন বিতর্ক। তবে এই বিতর্কে অবশ্য সতীর্থদের পাশে পেয়েছেন বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড়।

নৈশ ক্লাবের বিতর্ক শেষ হতে না হতেই আরও বড় বিতর্ক সামনে এসেছে। ফুটবলভিত্তিক ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোর খবর অনুযায়ী, এমবাপ্পে নাকি দেশমকে বলেছেন, তিনি ফ্রান্সের হয়ে কেবল গুরুত্বপূর্ণ ম্যাচগুলোই খেলতে চান। এই মুহূর্তে তার চোখ ২০২৫ সালের ব্যালন ডি’অরে। আর যেহেতু এখন অতিরিক্ত ম্যাচ খেলার চাপ আছে, তাই ফিট থাকতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

নেশনস লিগের দলে না থাকা, ইসরায়েল ম্যাচের সময় নৈশ ক্লাবে সময় কাটানো নিয়ে ইতোমধ্যে ফ্রান্স ফুটবলে বেশ সমালোচিত এমবাপ্পে। এর মধ্যে এমবাপ্পে কেবল ব্যালন ডি’অরের জন্য জাতীয় দল থেকে নিজেদে দূরে রাখার এ খবর যদি সত্যি হয়, তবে ফ্রান্স ফুটবল ও এমবাপ্পের জন্য আরও বড় অস্থিরতা অপেক্ষা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহজ ম্যাচ ঘাম ঝড়িয়ে জিতল বাংলাদেশ

ফ্লোটিলায় ইসরায়েলের হামলা / শুক্রবার বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে মালয়েশিয়া প্রবাসী আহত

বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন!

সুপারির বাম্পার ফলন, লাভের মুখ দেখছেন চাষিরা

প্রতিমা বিসর্জনেও ‘ফিলিস্তিন মুক্তির’ প্রার্থনা

মধ্যরাত থেকে মেঘনা নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা

ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন

গণঅভ্যুত্থানে সাংবাদিকদের কার্যক্রমকে অস্বীকার, বাগছাস নেতাকে আলটিমেটাম

এনসিপি থেকে আরও ২ নেতার পদত্যাগ

১০

দেশকে উন্নতির শিখরে নিতে একযোগে কাজ করতে হবে : শিমুল বিশ্বাস

১১

বোনের চল্লিশার মুরগি আনতে গিয়ে সড়কে গেল ভাইয়ের প্রাণ

১২

ছাত্রদলে যোগ দিলেন ইউনিয়ন শিবির সভাপতি

১৩

গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা 

১৪

মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সড়কে স্থানীয়রা

১৫

দুর্গাপূজায় ডিউটিরত আনসার কমান্ডারের মৃত্যু

১৬

‘অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না গ্রামে’

১৭

লাউয়াছড়া উদ্যানে হঠাৎ গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা, ভোগান্তিতে পর্যটকরা

১৮

চোখের নিচের কালো দাগ কখন ভয়াবহ রোগের লক্ষণ? যা বলছে গবেষণা

১৯

ধর্মের নামে সমাজের বিভক্তি রুখে দেবে জনগণ : রহমাতুল্লাহ 

২০
X