স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৫৮ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

চিলির বিপক্ষে বড় জয়ের পরও সতর্ক ব্রাজিল কোচ

দরিভাল জুনিয়র। ছবি : সংগৃহীত
দরিভাল জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিল ফুটবল দল তাদের সাম্প্রতিক ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেলেও দলটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে মনে করছেন কোচ দরিভাল জুনিয়র। বুধবারের এই জয়ের মাধ্যমে তারা আগের ম্যাচে চিলির বিপক্ষে পাওয়া জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে। তবে দলটির এই সাফল্যকে তিনি অনেকটাই সতর্কতার সঙ্গে দেখছেন।

ব্রাজিলের হয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন উইঙ্গার রাফিনহা, যিনি দুই অর্ধে দুটি পেনাল্টি থেকে গোল করেন। এই জয়ের মাধ্যমে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ব্রাজিল এখন চতুর্থ অবস্থানে রয়েছে, ১০ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে। উল্লেখ্য, দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ ছয়টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে, যেটি উত্তর আমেরিকার তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো, এবং কানাডায় অনুষ্ঠিত হবে।

তবে সাম্প্রতিক সময়ে ব্রাজিল দলকে সমালোচনার মুখে পড়তে হয়েছে, বিশেষ করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে তাদের বিদায়ের পর থেকে। এটি ২০২২ কাতার বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে এনেছে, যেখানে একইভাবে তারা কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শ্যুটআউটে হেরে বিদায় নিয়েছিল।

কোচ দরিভাল জুনিয়র জয়ের পরেও দলের ওপর আত্মতুষ্টির সুযোগ দিতে চান না। তিনি দলের উন্নতি হচ্ছে বলে স্বীকার করলেও মনে করেন যে এখনও অনেক উন্নতির প্রয়োজন রয়েছে এবং আগামী দিনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা তাদের জন্য অপেক্ষা করছে। তিনি নভেম্বর মাসে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে আসন্ন ম্যাচগুলোকে বিশেষভাবে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন।

এই জয়টি অবশ্য ব্রাজিলের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে এসেছে। এর আগে দলটি পাঁচটি বাছাইপর্বের ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছিল। তবে দরিভাল জুনিয়র তাদের এই সাম্প্রতিক জয়কে একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখলেও তিনি মনে করেন যে দলকে আরও প্রস্তুত থাকতে হবে এবং ধারাবাহিকভাবে উন্নতি করতে হবে।

এই জয়ের মাধ্যমে ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও দরিভাল কোচ হিসেবে তার দায়িত্বের বিষয়ে খুবই সতর্ক এবং দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনের জন্য দলের প্রতিটি সদস্যকে যথাযথভাবে প্রস্তুত করার ওপর জোর দিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামাল্লায় পৌঁছেছে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস

রাকসু নির্বাচন  / ‘আকাশকুসুম’ ইশতেহারে ভোটার টানার চেষ্টায় প্রার্থীরা

বিইউবিটিতে শিক্ষক দিবস উদযাপন

সুন্দর সমাজ গঠনে সৃজনশীলতাকে প্রাধান্য দিতে হবে : সাদিক কায়েম

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনি যোদ্ধারা

নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার ২ নেতা গ্রেপ্তার

স্পিড স্কেটিংয়ে জোড়া স্বর্ণপদক জিতলেন পৃথিবী

এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস

১০

একটি দল চাঁদাবাজকে ফুল দিয়ে বরণ করেছে : স্বেচ্ছাসেবক দলের সভাপতি

১১

প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিলেন তারেক রহমান

১২

নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী

১৩

ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন, নতুন ঘর দিচ্ছেন তারেক রহমান

১৪

অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি বার্তা

১৫

‘শেখ হাসিনার করুণ পরিণতির বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন সালাউদ্দিন কাদের’

১৬

অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

১৭

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগ নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

১৮

অনলাইন ও এসএমএসে এইচএসসির ফল জানবেন যেভাবে

১৯

খেলা চলাকালে মাঠেই প্রাণ হারালেন বাঁহাতি পেসার

২০
X