স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১২:৫৬ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইয়ামালের জন্য ৩২৩৬ কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান বার্সার

লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা জানিয়েছেন, ক্লাবটি চলতি গ্রীষ্মে লামিন ইয়ামালের জন্য ২৭০ মিলিয়ন ডলারের (৩২৩৬ কোটি টাকার) একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে লাপোর্তা বলেননি কোন ক্লাব এই প্রস্তাব দিয়েছিল, কিন্তু বিভিন্ন প্রতিবেদন অনুসারে, প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) তাদের স্টার কিলিয়ান এমবাপ্পের পরিবর্তে ইয়ামালকে দলে নেওয়ার কথা ভেবেছিল, যিনি এই বছর রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন।

লামিন ইয়ামাল, মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনা ও স্পেনের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন। ২০২৩ সালে ১৫ বছর বয়সে বার্সার হয়ে আত্মপ্রকাশ করা এই তরুণ ইতিমধ্যে ৬০টিরও বেশি ম্যাচ খেলেছেন এবং সামার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে স্পেনের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

লাপোর্তা বার্সার কয়েকজন খেলোয়াড়কে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আসা সমালোচনাকে প্রতিহত করেছেন। তিনি বলেন, ‘অনেকে মনে করেন যে আমরা আর্থিক সমস্যার কারণে খেলোয়াড়দের বিক্রি করেছি। কিন্তু এটি সঠিক নয়। আমরা ক্রীড়াসংক্রান্ত কারণেই খেলোয়াড়দের ছেড়েছি।’

তিনি আরও বলেন, ‘একটি ক্লাব ২৫০ মিলিয়ন ইউরো দিয়ে লামিনকে কেনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।’

ইয়ামালের প্রতি আগ্রহের সঙ্গে তার ম্যাচ খেলার ব্যস্ততাও বাড়ছে, তবে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের সাথে ক্লাবের বিরোধ মোটামুটি ভাবে এড়ানো গেছে যখন ইয়ামাল ডেনমার্কের বিরুদ্ধে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। বার্সা চায়, ইয়ামালের ক্ষেত্রে পেদ্রির মতো দীর্ঘমেয়াদী চোটের ঝুঁকি এড়াতে সতর্কতা অবলম্বন করা হোক।

ইয়ামাল বর্তমানে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন এবং বার্সার লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে আসন্ন ম্যাচে খেলা নিয়ে সন্দেহ রয়েছে। তবে, ক্লাবটি আশা করছে তিনি বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ এবং ২৬ অক্টোবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে ফিট হয়ে খেলতে পারবেন।

এই মৌসুমে ইয়ামাল বার্সার হয়ে ১১ ম্যাচে ৫ গোল করেছেন এবং ৫টি অ্যাসিস্ট করেছেন, রাফিনহা এবং রবার্ট লেভানডোভস্কির সাথে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সবচেয়ে সফল আক্রমণ ত্রয়ীর অংশ হিসেবে তারকা খ্যাতি অর্জন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

জুমার দিন মসজিদে এসে যে ৩ কাজ ভুলেও করবেন না

২৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

১০

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

১১

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

১২

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবির ৫ দফা দাবি

১৩

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১৪

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১৫

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৬

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৭

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৯

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

২০
X