স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০১:৫৬ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

খেলোয়াড়দের সুরক্ষাকেই অগ্রাধিকার দেওয়া হবে- দাবি ফিফা সভাপতির

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত

ইউরোপের শীর্ষ ফুটবল লিগ এবং খেলোয়াড়দের ইউনিয়ন ফিফপ্রো ইউরোপীয় কমিশনে ফিফার বিরুদ্ধে একটি আইনি অভিযোগ দায়ের করা সত্ত্বেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন যে, খেলোয়াড়দের সুরক্ষা ফিফার জন্য অগ্রাধিকার।

ফিফার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তারা আন্তর্জাতিক ক্রীড়াসূচি নিয়ে যথাযথ আলোচনা না করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা আইন লঙ্ঘন করেছে। এই ক্রীড়াসূচির মধ্যে আগামী গ্রীষ্মে ৩২ দলের নতুন ক্লাব বিশ্বকাপ আয়োজনও অন্তর্ভুক্ত রয়েছে।

ইউনিয়ন এবং ক্লাবগুলো অভিযোগ করেছে যে, ফিফার একতরফা সিদ্ধান্ত লিগগুলোর আর্থিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে এবং খেলোয়াড়দের সুরক্ষা হুমকির মুখে ফেলেছে।

ইনফান্তিনো সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন যেখানে তিনি স্পেনের খেলোয়াড়দের ইউনিয়ন এএফইর সভাপতি ডেভিড আগাঞ্জোর সঙ্গে মায়ামিতে দেখা করেন। পোস্টে তিনি লেখেন, ‘ফিফা খেলোয়াড়দের সংস্থাগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে যাতে খেলোয়াড়দের সুরক্ষা অগ্রাধিকার থাকে। আমি ডেভিড এবং এএফইর সবার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অপেক্ষায় আছি।’

তবে বিশ্ব খেলোয়াড়দের ইউনিয়ন ফিফপ্রো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে সূত্র জানিয়েছে, আগাঞ্জোর সঙ্গে ইনফান্তিনোর এ বৈঠক ব্যক্তিগত ছিল।

এর আগে সেপ্টেম্বরে ম্যানচেস্টার সিটি ও স্পেনের মিডফিল্ডার রদ্রি বলেছিলেন, খেলার ক্রমবর্ধমান চাপ ও সঙ্কুচিত ক্রীড়াসূচি নিয়ে খেলোয়াড়দের উদ্বেগগুলো শোনা না হলে তারা ধর্মঘটের পথে যেতে বাধ্য হতে পারেন।

ইউরোপীয় লিগগুলোর সংগঠন এবং ৩৯টি লিগ ও ১,১৩০টি ক্লাবকে প্রতিনিধিত্বকারী ইউরোপীয় লিগস ফিফার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছে। এর পাশাপাশি বেলজিয়ামের আদালতে একটি আলাদা মামলা দায়ের করা হয়েছে। সেখানে ফিফার পদক্ষেপগুলো ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকার সনদ লঙ্ঘন করছে কিনা তা বিচার করার জন্য ইউরোপীয় আদালতের কাছে অনুরোধ করা হয়েছে।

ফিফার ক্লাব বিশ্বকাপের সময়সূচি, যা ১৩ জুলাই পর্যন্ত চলবে, ক্যালেন্ডার নিয়ে উদ্বেগের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে গ্রীষ্মকালীন ছুটি এবং ঘরোয়া প্রতিযোগিতার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকবে না।

ফিফা দাবি করেছে, এই ক্রীড়াসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং লিগগুলোকে তাদের দ্বিচারিতার জন্য অভিযুক্ত করেছে, কারণ অনেক লিগ, বিশেষত প্রিমিয়ার লিগ, নিজেরাও প্রাক-মৌসুম ইভেন্টের সময়সূচি নির্ধারণ করেছে আলাদাভাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবিরোধী চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে : হেফাজত

জকসুতে পরাজয়ের পর ইতিবাচক প্রতিক্রিয়া জানালেন রাকিব

ঢাকায় সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

বিশেষ ছাড়ে জমজমাট ‘প্রাণ’ প্যাভিলিয়ন

ধর্মঘট প্রত্যাহারের পর সিলিন্ডারের দাম কত চান ব্যবসায়ীরা?

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক

গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থী শিমুল ঢাকায় আটক

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি : আসিফ নজরুল

মুক্তির অপেক্ষায় দক্ষিণী ৩ সিনেমা

রাত ১০টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সিরিয়ায় কারফিউ, শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

১১

ছয় ম্যাচে ছয় হার নোয়াখালীর

১২

কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১৩

খেজুর গাছ প্রতীকে কতটা আত্মবিশ্বাসী জমিয়ত?

১৪

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১৫

ভর্তি পরীক্ষায় ওএমআর বদল করতে গিয়ে ধরা, ২ শিক্ষার্থী বহিষ্কার

১৬

এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত কালবেলার রানা হাসান

১৭

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

১৮

সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

১৯

জনগণের টাকা মেরে জনসেবার প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

২০
X