স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১১:৪৮ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এখনই মেসির চেয়ে অনেক এগিয়ে ইয়ামাল!

লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত

মাত্র ১৭ বছর ৩ মাস ১৩ দিন বয়সে লামিন ইয়ামাল ইতিমধ্যেই পেরিয়ে গেছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে। এই কথা শুনে যে কারো চোখ কপালে ওঠার কথা। তবে না ভুল কিছু বলা হয়নি মেসি যখন একই বয়সে ছিলেন, তখনও তার নামের পাশে কোনও অফিসিয়াল ম্যাচ ছিল না। মাত্র সাতটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি, যেখানে গোলও ছিল হাতে গোনা। কিন্তু ইয়ামাল বর্তমানে যা করছেন তা সবারই জানা।

লিওনেল মেসি তার প্রথম অফিসিয়াল ম্যাচে নেমেছিলেন ১৬ অক্টোবর, ২০০৪ সালে, এস্পানিওলের বিপক্ষে কাতালান ডার্বিতে, তার বয়স তখন ছিল ১৭ বছর ৩ মাস ২২ দিন। এর আগ পর্যন্ত তিনি বার্সেলোনার প্রথম দলের হয়ে সাতটি প্রীতি ম্যাচ খেলেছিলেন, যেখানে অন্যতম ছিল পোর্তোর বিপক্ষে অভিষেক ম্যাচ এবং পালামোসের বিপক্ষে গোল করার মুহূর্ত। সাবেক বার্সা ম্যানেজার ফ্রাঙ্ক রাইকার্ড মেসিকে নিয়ে ধীরে ধীরে এগোচ্ছিলেন। মেসির প্রতিভার সঠিক বিকাশ নিশ্চিত করাই ছিল তার লক্ষ্য।

কিন্তু বর্তমান সময়ে তরুণ খেলোয়াড়রা অনেক দ্রুততায় বিকাশ লাভ করছেন। লামিন ইয়ামাল সেই পরিবর্তনের প্রতীক। মাত্র ১৭ বছর বয়সেই তিনি বিশ্ব ফুটবলে পরিচিতি লাভ করেছেন এবং ইউরোপের বড় বড় ক্লাবের নজরে পড়েছেন। এমনকি ছয় মাস আগে তার জন্য এক প্রস্তাবের পরিমাণ ছিল প্রায় ২৫০ মিলিয়ন ইউরো। এই গ্রীষ্মে তিনি ইউরো চ্যাম্পিয়নশিপও জিতে নিয়েছেন এবং সম্প্রতি এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচেও তৃতীয় গোলটি করেছেন।

যেখানে মেসি এই বয়সে প্রথম ম্যাচের অপেক্ষায় ছিলেন, ইয়ামাল সেখানে ৬৪টি অফিসিয়াল ম্যাচ খেলে ফেলেছেন, করেছেন ১২টি গোল এবং ৭টি অ্যাসিস্ট। এই সংখ্যাগুলো মেসির প্রথম দিকের ক্যারিয়ারের তুলনায় অনেক এগিয়ে। সামনে এস্পানিওলের বিপক্ষে ম্যাচ রয়েছে যেখানে ইয়ামাল তার পারফর্ম্যান্সকে আরও উন্নত করার সুযোগ পাবেন।

বয়সের তুলনায় শুরুটা দ্রুত হওয়ায় ইয়ামালের সঙ্গে মেসির তুলনা খুব শিগগিরই অর্থবহ হয়ে উঠতে পারে। তার এই পারফর্ম্যান্স অব্যাহত থাকলে, মেসির বহু রেকর্ডই হয়তো ভেঙে ফেলবেন তিনি। তবে মেসির ঐতিহাসিক ৬৭২ গোলের রেকর্ড স্পর্শ করা ইয়ামালের জন্যও কঠিন চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু যদি সেই মাইলফলকের দিকে কেউ এগিয়ে থাকে, তবে নিঃসন্দেহে সেই খেলোয়াড় লামিন ইয়ামাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে নতুন অধিনায়ক নিয়ে নামবে ভারত

ভারত / মাতৃদুগ্ধে মিলেছে ইউরেনিয়াম, দাবি গবেষকদের

ভারত থেকে ‘পুশ ইন’ / সেই সখিনা বেগমের জামিন

চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই : ড. রেদোয়ান

৪৭তম বিসিএস পেছানোর দাবিতে আবারো রেল অবরোধ রাবি শিক্ষার্থীদের

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন

হাসপাতালের উদ্দেশে খালেদা জিয়া

খামেনিকে হত্যাচেষ্টার ষড়যন্ত্র, অভিযোগ দুই দেশের বিরুদ্ধে

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন আইজিপি

টেস্ট জয়ের পরও বাংলাদেশের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ

১০

বঙ্গোপসাগরে ১৩ জেলে নিখোঁজ

১১

হাসিনা-কামালকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি

১২

শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সুবিধা দিচ্ছে জবি প্রশাসন

১৩

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১৪

পায়ে শিকল বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

১৬

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ আটক ২

১৭

এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখুন

১৮

যে ৮ লক্ষণে বুঝবেন তিনি এখনো আপনাকে ভুলতে পারেননি

১৯

ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে পরিকল্পনা জানালেন তারেক রহমান

২০
X