আগামী অক্টোবর ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাছাই পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আফগানিস্তানের সঙ্গে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।
আগামী ৪ ও ১২ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ফিফা উইন্ডোতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ দুটি দেশের মাটিতেই খেলবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালিস্টরা। তবে কোন ভেন্যুতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ভিডিও বার্তায় বাফুফের সহসভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলব। তবে এখনো ভেন্যুর বিষয়টি চূড়ান্ত করতে পারিনি বাফুফে। খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের জানাতে পারব বলে আশাবাদী। মূলত বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে প্রস্তুতি ম্যাচ দুটি খেলব আমরা।’
গত ২০ জুলাই বাংলাদেশ দলের ক্যাম্প শুরুর কথা জানিয়েছিলেন কাজী নাবিল আহমেদ। আগামী ৯ আগস্ট ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা ফিরবেন। তার সঙ্গে আলোচনা করেই প্রীতি ম্যাচের ভেন্যু ঠিক করবে বাফুফে।
বাংলাদেশ থেকে কিছুটা এগিয়ে রয়েছে আফগানিস্তান। ফিফা র্যাঙ্কিংয়ে আফগানদের অবস্থান ১৫৭ নম্বরে। অন্যদিকে বাংলাদেশে ১৮৯তম অবস্থান রয়েছে।
মন্তব্য করুন