ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জয়ের অভিন্ন লক্ষ্য দুই দলের

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ও কোঁচ । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ও কোঁচ । ছবি: সংগৃহীত

ফুটবলের গুমোট অবস্থা কাটিয়ে উঠতে জয় চায় মালদ্বীপ। দ্বীপ দেশটির বিপক্ষে জয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতে চায় বাংলাদেশ। জয়ের অভিন্ন লক্ষ্য নিয়ে ফিফা প্রীতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ এশিয়ান দেশ দুটি।

বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৬টায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথমটি। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর। সর্বশেষ দুই হোম ম্যাচে গোল করতে ব্যর্থ বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবলের ছক কষছে।

ম্যাচের আগে মালদ্বীপ কোচ আলি সুজেইনের কণ্ঠে জয়ের আকাঙ্ক্ষা এভাবে ঝরল, ‘ভিন্ন কিছু করতেই আমরা এখানে এসেছি। গত নভেম্বর থেকে মালদ্বীপে ফুটবল খেলা হচ্ছে না। এখানে খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। এ জন্য খেলোয়াড়রা উজ্জীবিত। আমরা জয়ের জন্যই এখানে এসেছি।’

দুই দলের ১৮ মোকাবিলায় জয়ের পাল্লা বাংলাদেশের দিকে ঝুকে আছে—৭ ম্যাচ জিতেছে লাল-সবুজরা। মালদ্বীপ জিতেছে ৬ ম্যাচ। বাকি ৫ ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। দুই দলের সর্বশেষ মোকাবিলা হয়েছিল ২০২৩ সালের অক্টোবরে। বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। সর্বশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান বিবেচনায় নিলে বাংলাদেশের তুলনায় মালদ্বীপের ফল ইতিবাচক। শেষ পাঁচ ম্যাচের চারটি হেরেছে বাংলাদেশ, একমাত্র জয় ভুটানের বিপক্ষে। শেষ পাঁচ ম্যাচে মালদ্বীপের তিন হারের দুটিই বাংলাদেশের কাছে। একমাত্র জয় ভুটানের বিপক্ষে, আরেক ম্যাচে বাংলাদেশের সঙ্গে ড্র করেছিল দেশটি। ম্যাচের আগে বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা বলছিলেন, ‘আমি চাই, ছেলেরা সমর্থকদের জন্য খেলুক, দায়িত্ব নিয়ে খেলুক এবং ম্যাচ বাই ম্যাচ ভালো পারফরম্যান্স করুক।’ স্প্যানিশ এ কোচ আরও বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা শুরুতে কয়েকজন নিয়ে অনুশীলন শুরু করেছি, পরে বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা যোগ দিয়েছেন। ফরটিজ এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছি, যেটা ছিল ইতিবাচক ব্যাপার।’

বাংলাদেশের সেন্টারব্যাক তপু বর্মণ ম্যাচের আগে বলছিলেন, ‘প্রস্তুতি খুবই ভালো। প্রতিটি ম্যাচে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরই মধ্যে কোচ সব বলে দিয়েছেন। আমার মনে হয়, আমাদের খেলোয়াড়দের করণীয় কী, তা সবাই জানেন। ম্যাচে প্রমাণ দিতে হবে যে, আমরা কাজ করেছি। ম্যাচে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। দলের সবার প্রতি আমার বিশ্বাস আছে, বিশ্বাস রাখছি।’

দুই দলের শেষ ৫ ম্যাচ তারিখ ভেন্যু প্রতিপক্ষ ফল ৮ সেপ্টেম্বর ২০২৩ থিম্পু ভুটান ১-০ ৫ সেপ্টেম্বর ২০২৩ থিম্পু ভুটান ০-১ ১১ জুন ২০২৪ আল রায়ান লেবানন ০-৪ ৬ জুন ২০২৪ ঢাকা অস্ট্রেলিয়া ০-২ ২৬ মার্চ ২০২৪ ঢাকা ফিলিস্তিন ০-১

১৭ অক্টোবর ২০২৩ ঢাকা বাংলাদেশ ১-২ ১২ অক্টোবর ২০২৩ মালে বাংলাদেশ ১-১ ২৮ জুন ২০২৩ বেঙ্গালুরু লেবানন ০-১ ২৫ জুন ২০২৩ বেঙ্গালুরু বাংলাদেশ ১-৩ ২২ জুন ২০২৩ বেঙ্গালুরু ভুটান ২-০

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মুসলিম দেশে বিপুল অস্ত্র সরবরাহের চুক্তি করল পাকিস্তান

নওগাঁয় প্রস্তুত ১৫০ বাস, ঢাকায় যাবে বিএনপির ২০ হাজার নেতাকর্মী 

একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

রিয়ালের বেঞ্চ ছেড়ে ফরাসি চ্যালেঞ্জ নেওয়ার পথে এনড্রিক

আ.লীগ নেতা বাঘা গ্রেপ্তার

সাত দেশে নতুন কমিটি ঘোষণা স্বেচ্ছাসেবক দলের

মুরগি কিনতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল আইয়ুবের

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

শেষ দুই অ্যাশেজ টেস্টে খেলবেন না কামিন্স

বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় রেলপথ অবরোধ

১০

দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৪ আমল বেশি বেশি করবেন

১১

ক্রিসমাসের হলিউড

১২

সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ

১৩

সম্পদ নয়, নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড লাগবে : ট্রাম্প

১৪

পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ দুই শতাধিক শ্রমিক

১৫

২৫ ডিসেম্বর বিমানবন্দরগামী যাত্রীদের জন্য নির্দেশনা

১৬

লাইসেন্স ও গানম্যান পাচ্ছেন ওসমান হাদির বোন

১৭

বিএনপিতে যোগ দিলেন হিন্দু সম্প্রদায়ের ৫০ জনসহ দুই শতাধিক মানুষ

১৮

জমিয়তকে ৪ আসন ছাড়ের ঘোষণা বিএনপির, কোন আসনে কে

১৯

আধুনিক সভ্যতার প্রয়োজনীয় অঙ্গ গণমাধ্যম : স্বপন

২০
X