ইউরোপিয়ান ফুটবল লিগগুলোর মৌসুম এখনো শুরু হয়নি। বেশিরভাগ ক্লাব এখনো প্রাক-মৌসুমের খেলা খেলছে। তবে প্রাক-মৌসুমের খেলার মধ্যেই মৌসুমের প্রথম শিরোপার দেখা পেয়ে গেছে বার্সেলোনায়। ইংলিশ ক্লাব টটেনহামকে ৪-২ গোলে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি ঘরে তুলেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
মঙ্গলবার (৮ আগস্ট) বার্সেলোনার অস্থায়ী হোম ভেন্যু এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজে ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায়ই গোলের দেখা পেয়ে যায় বার্সা। রাফিনহার বাড়িয়ে দেওয়া বলটি নিজের পায়ের টোকায় টটেনহামের জালে জড়ান বার্সা স্ট্রাইকার রবার্ট লেওয়ান্ডোভস্কি। তবে ২৩ মিনিটেই অলিভার স্কিপের গোল থেকে ম্যাচে সমতা নিয়ে আসে টটেনহ্যাম। এরপর স্কিপের দ্বিতীয় গোলেই ম্যাচের লিড নেয় টটেনহ্যাম। ৩৬ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি।
এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল স্পার্সরা। কিন্তু পরের ১৩ মিনিটেই ম্যাচের মোড় বদলে যায়। ৮১ মিনিটে ম্যাচে ২-২ গোলে সমতা আনেন ফেরান তোরেস। তাকে অ্যাসিস্ট করেন বার্সা যুব দলের খেলোয়াড় লামিনে ইয়ামাল। আর ম্যাচের নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে গোল পান আনসু ফাতি।
যোগ করা সময়ে আরও একটি গোল করে বার্সা। ফারমিন লোপেজের পাস থেকে এবার গোল করেন আবদে এজালজুলি। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় তুলে ট্রফি জয়ের উল্লাস করে বার্সেলোনা। গত বছরও নিজেদের ঘরেই হুয়ান গাম্পার ট্রফি তুলেছিল বার্সা।
মন্তব্য করুন