স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০১:১৮ এএম
অনলাইন সংস্করণ

ডেভিস কাপে নাদালের হার

রাফায়েল নাদাল। ছবি : সংগৃহীত
রাফায়েল নাদাল। ছবি : সংগৃহীত

স্প্যানিশ ভাষায় ‘গ্রাসিয়াস রাফা’ কথাটার অর্থ ‘ধন্যবাদ রাফা’। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে শুরু হয়েছে ডেভিস কাপের নকআউট পর্ব।

রাফায়েল নাদাল অবসরের সময়ই জানিয়েছিলেন, নভেম্বর মাসেই ডেভিস কাপের আসরে শেষবারের জন্য কোর্টে নামবেন স্পেনের জার্সি গায়ে। মঙ্গলবার রাতে কোয়াটার ফাইনালের ম্যাচে তিনি নেদারল্যান্ডেসর ফন ডি জান্ডখালপের বিপক্ষে ৬-৪,৬-৪ গেমে হেরেছেন। নাদাল নিজের টেনিস উত্তরসূরি কার্লোস আলকারাজের সঙ্গে জুটি গড়ে ডেভিস কাপে খেলছেন। স্পেনের দুই তারকা দেশের হয়ে শিরোপা জিততে চেয়েছিলেন। বিশেষভাবে নাদালের হাতে বিদায় বেলায় শিরোপা দেখতে চান আলকারাজ। কিন্তু ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে গতকাল স্পেনের প্রতিপক্ষ নেদারল্যান্ডসের ফন ডি’র কাছে নাদাল হেরে যাওয়ায় ১-০ তে পিছিয়ে গেছে স্পেন। এখন সবকিছু নিরভর করছে আলকারাজের ওপর। রাতের দ্বিতীয় ম্যাচে তিনি স্পেনের হয়ে খেলবেন ডাচ ট্যালন গ্রিকসপোরের বিপক্ষে। সেই ম্যাচ জিতলে স্পেনের আশা থাকবে। তাহলে শুক্রবার সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ হতে পারে জার্মানি অথবা কানাডা।

রোববার ডেভিস কাপের ফাইনাল। স্পেনের মালাগায় গতকাল থেকে ডেভিস কাপের শুরু উপলক্ষে ফ্লেক্সে বর্ণিল হয়ে উঠেছে। নাদালের ২৩ বছরের ক্যারিয়ারের শেষের শুরুও হবে জেনেই লেখা হয়েছে ‘গ্রাসিয়াস রাফা’। স্প্যানিশ ভাষায় গ্রাসিয়াসের মানে ধন্যবাদ। যে কোনো সময়ই বিদায় ঘটে যেতে পারে নাদালের। দেশের চারটি ডেভিস কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ২২টি গ্র্যান্ডস্লাম জিতেছেন তিনি। অলিম্পিকের সিঙ্গলস ও ডাবলস থেকে দুটি স্বর্ণও জিতেছেন। টানা ৯১২ সপ্তাহ এটিপি র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে ছিলেন নাদাল। স্পেনের ডেভিস কাপ দলে আছেন কার্লোস আলকারাজ ছাড়াও রবার্তো বাউতিস্তা আগুত ও পেদ্রো মার্তিনেস।

নাদালের অবসর নিয়ে আলকারাজ বলেছেন, হয়তো সবচেয়ে বিশেষ টুর্নামেন্টটিই আমি খেলতে যাচ্ছি, রাফার শেষ টুর্নামেন্ট। আমি সত্যিই চাই তিনি শিরোপা জিতে অবসর নিক। এটা সত্যি আমার জন্য আবেগময় ও বিশেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে। ক্যারিয়ারের শেষ সপ্তাহ শুরুর আগে পেশাদারিত্বের সঙ্গে কোনো আপস করতে রাজি নন নাদাল।

তিনি ম্যাচের আগে বলেন, যদি প্রস্তুত বোধ না করি, প্রথমেই আমি অধিনায়কের ডেভিড ফেরারের সঙ্গে কথা বলব। পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে এরই মধ্যে কয়েকবার তাকে বলেছি, আমার শেষ সপ্তাহের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নিতে।

রাফায়েল নাদাল টেনিস জীবনে সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছেন রজার ফেদেরারের বিপক্ষে। সুইস তারকা যখন অবসর নেন, তখন তার হাত ধরে কান্না চেপে রাখতে পারেননি স্প্যানিশ তারকা। এবার নাদালের বিদায় উপলক্ষে ফেদেরার বলেছেন, ‘এবার তোমার টেনিসের পড়াশোনা শেষ হতে চলল। আবেগপ্রবণ হয়ে যাওয়ার আগে কয়েকটা কথা সেরে রাখি। শুরুটা করা যাক দুজনের লড়াই থেকেই। তুমি আমাকে প্রচুর ম্যাচে হারিয়েছ। আমি তোমায় অত বেশি হারাতে পারিনি। যেভাবে তুমি আমাকে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছ, তার আশপাশে কেউ ছিল না। বিশেষ করে ক্লে কোর্টে খেলতে নামলে মনে হতো, তোমার ডেরায় ঢুকলাম। তোমার জন্য আমাকে খেলা নিয়ে ভাবনা-চিন্তা বদলাতে হয়েছে। এমনকি ভাবতাম, যদি র‌্যাকেটটা আরও বড় করে তোমার বিপক্ষে জেতা যায়। তোমার জন্যই টেনিসকে সব থেকে বেশি উপভোগ করেছি।

নাদাল ও ফেদেরার ফুরিয়ে গেলেন। টেনিস উপভোগের সুযোগও তাই কমে এলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

এক ইলিশ ১০ হাজার টাকা

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

১০

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

১১

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

১২

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

১৩

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

১৪

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

১৫

আবারও ইনজুরিতে ইয়ামাল

১৬

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৭

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১৮

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১৯

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

২০
X