স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৪:০২ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাচ ড্র হলে ভীষণ বিরক্ত হন মেসি, কিন্তু কেন?

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

সাধারণত ফুটবলে কখনো ম্যাচ জিততে না পারলে ড্র করেই খুশি থাকে ফুটবল দল ও খেলোয়াড়রা। তবে এ তালিকার বাইরেও এমন অনেকে আছেন যাদের কাছে ফুটবলে ড্র মেনে নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। এ মনোভাবের অধিকারী হলেন ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এমনটাই জানিয়েছেন ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ জুলিয়ান গ্রেসেল। তিনি সম্প্রতি জানিয়েছেন, খেলায় ড্র হলে ভীষণ বিরক্ত হন মেসি।

সবচেয়ে সফল ফুটবলারের উচ্চ মানদণ্ড

আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার, যিনি আটবার ব্যালন ডি’অর জিতেছেন, তার খেলার প্রতি নিবেদন ও প্রত্যাশা তাকে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছে। ৩৭ বছর বয়সেও মেসির জয়ের ক্ষুধা অপরিবর্তিত রয়েছে। গ্রেসেলের মতে, মেসি সবসময়ই জয় চান, ড্র বা হার কোনোভাবেই তার কাছে গ্রহণযোগ্য নয়।

গ্রেসেলের বক্তব্য

‘মেজর লিগ জার্নিম্যান’ পডকাস্টে গ্রেসেল বলেন, ‘মেসির সঙ্গে ড্রেসিংরুমে থাকা অনেক বেশি চ্যালেঞ্জিং। তিনি এমন একজন খেলোয়াড়, যিনি ইতিহাসের সবচেয়ে বেশি জয় অর্জন করেছেন। তার প্রত্যাশা সবসময় জেতা। একবার আমরা একটি ম্যাচ ড্র করেছিলাম এবং ড্রেসিংরুমে তিনি খুব বিরক্ত ছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরা ড্র করতে পারি না, এটি মেনে নেওয়া যায় না।’

নেতৃত্বের ভিন্ন ধরন

মেসির সতীর্থদের মধ্যে যেমন সার্জিও বুসকেটস এবং লুইস সুয়ারেজ আছেন, যারা দলে নেতৃত্ব দেন তাদের নিজ নিজ শৈলীতে। গ্রেসেল বলেন, ‘মেসি সাধারণত সরাসরি কারও সামনে চিৎকার করেন না। তিনি চুপচাপ থাকেন, তবে যদি কিছু ভুল হয়, তিনি সেটা আলাদাভাবে এসে বলে দেন। অন্যদিকে, লুইস সুয়ারেজ একটু বেশি আবেগপ্রবণ। দলের প্রত্যেক সদস্য যেন সেরা পারফরম্যান্স দিতে পারে, সে বিষয়ে তারা স্পষ্ট বার্তা দেন।

আগামী লক্ষ্য

২০২৫ সালে মেসি আবারও এমএলএস কাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবেন। ইন্টার মায়ামি লিগস কাপ, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে, যেখানে তারা বড় শিরোপার জন্য লড়াই করবে।

লিওনেল মেসির খেলায় জয়ের তীব্র চাওয়া এবং সতীর্থদের প্রতি তার চাহিদাপূর্ণ মানসিকতা দলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এখন দেখার বিষয়, ইন্টার মায়ামি আগামী মৌসুমে কীভাবে এই মানসিকতা কাজে লাগায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাপাথর লুটের ঘটনায় এবার আ.লীগ নেতা গ্রেপ্তার

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

রাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

বিএফইউজে নির্বাহী কমিটির সভা / নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ১০ দফা দাবি

সুরাহা না হলে রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ আদায় করে নিতে হবে : হাদি

দরপত্র ছাড়াই কর্মকর্তাদের যোগসাজশে বনের গাছ বিক্রির অভিযোগ

ফ্লোটিলার জাহাজে ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু

ভারতকে ট্রফি না দেওয়ায় জাতীয় সম্মাননা পাচ্ছেন মহসিন নকভি

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

মা ইলিশ রক্ষায় কীর্তনখোলা নদীতে নৌ-র‍্যালি

১০

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর কারাগারে

১১

জামায়াত ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় : শফিকুর রহমান

১২

সাংবাদিক হায়াত হত্যা, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

১৩

দুর্গোৎসব পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে পারভেজ মল্লিক / বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অনেকটাই ধরে রেখেছে সনাতন ধর্মাবলম্বীরা

১৪

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

১৫

প্রবাসীদের অধিকার নিশ্চিতে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান

১৬

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘শক্তি’, ভারতে রেড অ্যালার্ট জারি

১৭

চালক-পাম্পকর্মীর ফাঁদে অভিনেতা ফারহান, উধাও ১৬ লাখ টাকা!

১৮

সব ধরনের জাদুর ক্ষতি থেকে বাঁচার আমল

১৯

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন : এমএ মালিক

২০
X