স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বার্সায় ফিরছেন মেসি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বার্সেলোনার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা ব্যক্তিগত আমন্ত্রণ পাঠানোর পরই এই প্রত্যাবর্তনের খবর পাওয়া যায়।

কী ঘটেছে?

মেসি বার্সেলোনায় যোগ দেন ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে। লা মাসিয়ার যুবদলে দ্রুত উন্নতি করে ২০০৪ সালে ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে সিনিয়র দলে অভিষেক করেন। এরপরের বছরগুলোতে নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘ সময় বার্সেলোনার অন্যতম স্তম্ভ হয়ে থাকেন।

তবে ২০২১ সালের গ্রীষ্মে বার্সার আর্থিক সমস্যার কারণে তাকে ক্লাব ছাড়তে বাধ্য করা হয়। প্রেসিডেন্ট লাপোর্তার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও নতুন চুক্তি দেওয়া সম্ভব হয়নি। ফলে দুই পক্ষের মধ্যে সম্পর্ক তিক্ত হয়, যা এখনও পুরোপুরি ঠিক হয়নি।

মূল ঘটনা

কাতালুনিয়া রেডিওর তত কোস্তা অনুসারে, লাপোর্তা সেই পুরনো বিরোধ মিটিয়ে মেসিকে বার্সেলোনার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই অনুষ্ঠানটি ২৯ নভেম্বর বার্সেলোনার ঐতিহ্যবাহী লিসেউ থিয়েটারে অনুষ্ঠিত হবে। এতে জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা এবং পেপ গার্দিওলার মতো বার্সার কিংবদন্তিরাও উপস্থিত থাকবেন।

প্রতিবেদন অনুযায়ী, মেসি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার ব্যাপারে প্রায় নিশ্চিত। এটি হবে তার ক্লাবে ফেরার প্রথম উপলক্ষ, যেখান থেকে তিনি বিদায় নিয়েছিলেন। তবে গত মাসে ইনিয়েস্তার বিদায়ী অনুষ্ঠানে জাতীয় দলের ব্যস্ততার কারণে অংশ নিতে পারেননি তিনি।

একটি বিশেষ বিষয়

অনুষ্ঠানে বার্সার সাবেক কোচ লুই ভ্যান গালও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এতে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালের সেই বিখ্যাত ম্যাচের পর মেসি ও ভ্যান গালের প্রথম সাক্ষাৎ হতে পারে।

মেসির পরবর্তী পরিকল্পনা

ইন্টার মায়ামির প্লে-অফ থেকে ছিটকে যাওয়ার পর মেসি এখন মেজর লিগ সকারের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরুর আগে অবসর সময় কাটাচ্ছেন। ফলে ২৯ নভেম্বরের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি পরদিন ৩০ নভেম্বর লাস পালমাসের বিপক্ষে বার্সার ম্যাচও স্টেডিয়ামে উপস্থিত থেকে উপভোগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১০

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

১১

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১২

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১৩

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১৪

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৫

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১৬

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১৭

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১৮

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১৯

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

২০
X