গেটাফের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে ইকাই গুন্দোগান, ইনিগো মার্তিনেস ও ওরিওল রোমেরোকে নিয়ে সংশয়ে বার্সেলোনা। গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনায় আসা তিন ফুটবলারকে লা লিগায় নিবন্ধন করাতে পারেনি কাতালান জায়ান্টরা।
নিবন্ধন করাতে না পারার কারণ পুরোনো—সেই আর্থিক জটিলতা। যে কারণে রোনাল আরাউহো, মার্কোস আলোনসো, সার্জিও রবার্তো ও ইনাকি পেনারর চুক্তি বর্ধিত করার প্রক্রিয়াও আটকে আছে। চারজনই বার্সেলোনায় থাকার বিষয়ে সম্মত হয়েছেন, ক্লাবের সঙ্গে তাদের চুক্তিও সম্পন্ন হয়েছে। কিন্তু এ ফুটবলারদের লা লিগায় নিবন্ধন করাতে পারছে না স্প্যানিশ জায়ান্টরা।
ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে ইস্যুতে লা লিগার কঠোর অবস্থানের কারণে কয়েক মৌসুম ধরে ধুঁকছে বার্সেলোনা। গত মৌসুম শুরুর আগে রবার্ট লেভানডভস্কি-রাফিনিয়াদের নিবন্ধন নিয়েও একই জটিলতায় ছিল ক্লাবটি। লেভা ও রাফিনিয়াকে প্রথম মৌসুমের আগমুহূর্তে নিবন্ধন করানো গেলেও ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দেকে নিবন্ধন করাতে অপেক্ষার প্রহর গুনতে হয়েছে।
নতুন আসা ফুটবলারদের সঙ্গে চুক্তি নবায়ন করা ফুটবলারদের ইস্যু সমাধানের ওপর নির্ভর করছে বার্সেলোনার প্রথম ম্যাচের লাইনআপ। লা লিগার বেতন কাঠামো অনুসরণ করতে গেলে মৌসুমে ক্লাবের সম্পদের কিছু অংশ বিক্রি করতে হয়েছে। স্টুডিওসহ বেশি কিছু আয়ের উৎসও ছাড়তে হয়েছে। নতুন মৌসুমের আগে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ক্লাবের ভিডিও ও অডিও বিভাগের কিছু অংশ এবারও বিক্রি করা হতে পারে।
মন্তব্য করুন