স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

লিভারপুল ছেড়ে পিএসজিতে যাচ্ছেন সালাহ

মোহাম্মদ সালাহ। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সালাহ। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছেই। মৌসুম শেষে জোর সম্ভাবনা আছে মিসরের এই ফুটবলারের লিভারপুল ছাড়ার। সেক্ষেত্রে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) হতে পারে তার পরবর্তী গন্তব্য এমনটাই দাবি ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের।

পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি বেশ কিছুদিন ধরে মোহাম্মদ সালাহর এজেন্ট রামি আব্বাসের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে। লিভারপুল তারকা সালাহর ভবিষ্যৎ নিয়ে এই আলোচনা চলছে, এমনটাই নিশ্চিত করেছেন ইএসপিএনের সূত্র।

৩২ বছর বয়সী সালাহর বর্তমান চুক্তি চলতি মৌসুম শেষে শেষ হচ্ছে। সম্প্রতি তিনি জানিয়েছেন, লিভারপুল থেকে এখনো আনুষ্ঠানিক কোনো চুক্তির প্রস্তাব পাননি। এমনকি তিনি স্বীকার করেছেন, বর্তমানে তিনি লিভারপুলে থাকার চেয়ে চলে যাওয়ার সম্ভাবনাকেই বেশি ভাবছেন।

এ মৌসুমে সালাহ ব্যক্তিগতভাবে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ইতোমধ্যে ১৩টি গোল করেছেন। গত রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সালাহ। এ জয়ে লিভারপুল প্রিমিয়ার লিগে ৯ পয়েন্টের লিড অর্জন করেছে।

ম্যাচ শেষে সালাহ আবারও তার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘সত্যি বলতে, এটি আমার মাথায় রয়েছে। এটা হয়তো লিভারপুলের হয়ে আমার শেষ সিটি ম্যাচ। আমি শুধু মুহূর্তটা উপভোগ করতে চেয়েছি। মাঠের পরিবেশ অসাধারণ ছিল। আশা করি আমরা লিগ জিতব, তারপর দেখব কী হয়।’

ইএসপিএন সূত্র জানায়, সালাহর প্রাথমিক ইচ্ছা লিভারপুলেই থাকা। তবে চুক্তি নবায়নের প্রস্তাব না আসায় তার এজেন্টের সঙ্গে অন্য ক্লাবগুলো যোগাযোগ করেছে।

পিএসজি দীর্ঘদিন ধরে সালাহকে দলে নেওয়ার চেষ্টা করছে। আগেও তাকে দলে নেওয়ার জন্য কয়েকবার চেষ্টা করলেও সফল হয়নি। বর্তমানে লুইস এনরিকের অধীনে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে নতুন যাত্রা শুরু করলেও অভিজ্ঞতার ঘাটতি পূরণ করতে পারেনি তারা।

নাপোলির খভিচা কাভারাতস্কেলিয়া, ম্যানচেস্টার ইউনাইটেডের জ্যাডন সানচো এবং অ্যাথলেটিক ক্লাবের নিকো উইলিয়ামসকে দলে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে পিএসজি। এই পরিস্থিতিতে সালাহকে দলে নেওয়া তাদের জন্য সঠিক সিদ্ধান্ত হতে পারে।

আর্থিক দিক থেকেও পিএসজি সালাহর বর্তমান বেতন (৪,০০,০০০ ইউরো সাপ্তাহিক) এবং সাইনিং বোনাস দিতে সক্ষম। সালাহ এবং তার পরিবার প্যারিস শহরে থাকতে আগ্রহী এবং পিএসজির প্রকল্প তাদের আকৃষ্ট করতে পারে বলে জানায় সূত্র।

সালাহ ২০২২ সালের জুনে লিভারপুলের সঙ্গে শেষ চুক্তি করেছিলেন, যা তাকে ক্লাবের সর্বোচ্চ আয়কারী খেলোয়াড়ে পরিণত করে। তবে জানুয়ারির শুরু থেকে তিনি ইংল্যান্ডের বাইরে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করতে পারবেন।

সূত্র আরও জানায়, লিভারপুল যদি চুক্তি নবায়ন না করে, তবে সালাহকে দলে টানতে পিএসজি শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারে।

উল্লেখ্য, সালাহ ছাড়াও লিভারপুলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক এবং সহ-অধিনায়ক ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের বর্তমান চুক্তিও মৌসুম শেষে শেষ হতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরম পানি নাকি ঠান্ডা পানি, কোনটা খাবেন

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন চলছে

৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

সরকারি আবাসন পরিদপ্তরে বড় নিয়োগ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়

আজ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী

খালেদা জিয়া সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের প্রতীক : কবীর ভূইয়া

দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

১০

অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায়

১১

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

১২

সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার : মাসুদুজ্জামান

১৩

‎জকসু নির্বাচন / প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

১৪

ডিসেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার 

১৫

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

১৬

ডা. আসিবুলের বেতন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না : আদালত

১৭

আইজিপির অপসারণ ও বিচার চাইলেন পিন্টুর স্ত্রী

১৮

নিবন্ধনহীন নারী রাষ্ট্রের চোখে অদৃশ্য : নারীর অধিকার সুরক্ষায় শতভাগ নিবন্ধন জরুরি

১৯

চট্টগ্রামে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ব্যারিস্টার মীর হেলাল

২০
X