স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ান কাপ বাছাইয়ে আবারও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

বাংলাদেশ ফুটবল দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল । ছবি: সংগৃহীত

২০২৭ এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে শক্তিশালী ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। গ্রুপ ‘সি’-তে ভারতের পাশাপাশি বাংলাদেশের অন্য দুই প্রতিদ্বন্দ্বী হলো হংকং এবং সিঙ্গাপুর।

সোমবার (৯ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদর দপ্তরে অনুষ্ঠিত ড্র-তে এই গ্রুপিং চূড়ান্ত করা হয়। বাছাইপর্বের ম্যাচগুলো ২০২৫ সালের মার্চ থেকে শুরু হয়ে চলবে ২০২৬ সালের মার্চ পর্যন্ত।

গ্রুপের শীর্ষ দল হিসেবে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি তাদের মাটিতেই খেলতে হবে। র‍্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে থাকায় ম্যাচটি হবে চ্যালেঞ্জিং। ড্রয়ে বাংলাদেশ ছিল পট-৪-এ, অন্যদিকে ভারত ছিল পট-১-এ।

গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা। তবে কোচ হাভিয়ের কাবরেরা এই ড্র নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। ড্রয়ের পর তিনি বলেছেন, ‘আমাদের গ্রুপে ভারত পড়ায় আমি খুশি। হংকং ও সিঙ্গাপুরও শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমাদের ভালো করার সুযোগ রয়েছে।’

অতীত পরিসংখ্যান

ভারতের বিপক্ষে আগের লড়াইয়ে মিশ্র ফল পেয়েছে বাংলাদেশ। ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে কলকাতায় অনুষ্ঠিত ম্যাচ ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। তবে দোহায় ফিরতি ম্যাচে ২-০ গোলে হেরে যায়। এর আগেও ১৯৮৮ সালের এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।

হংকংয়ের বিপক্ষে ২০০৭ সালের বাছাইপর্বে দুই ম্যাচেই বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। অন্যদিকে, সিঙ্গাপুরের সঙ্গে বিশ্বকাপ বা এশিয়ান কাপ বাছাইয়ে কখনোই মুখোমুখি হয়নি বাংলাদেশ। তবে ১৯৯৫ সালে চার জাতি টুর্নামেন্টে সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়েছিল তারা। সর্বশেষ ২০১৫ সালে ঢাকায় এক প্রীতি ম্যাচে সিঙ্গাপুর ২-১ গোলে পরাজিত করেছিল বাংলাদেশকে।

গ্রুপিং ও সম্ভাবনা

এবারের বাছাইপর্বে ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে।

কোচ কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে এই বছরের ৩১ ডিসেম্বর। বাফুফে কর্তৃপক্ষ এখনো চুক্তি নবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপিং

গ্রুপ-‘এ’: তাজিকিস্তান, ফিলিপাইন, মালদ্বীপ, তিমোর-লেসথে।

গ্রুপ-‘বি’: লেবানন, ইয়েমেন, ভুটান, ব্রুনেই।

গ্রুপ-‘সি’: ভারত, হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ।

গ্রুপ-‘ডি’: থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, চীনা তাইপে, শ্রীলঙ্কা।

গ্রুপ-‘ই’: সিরিয়া, আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তান।

গ্রুপ-‘এফ’: ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, লাওস।

এবারের বাছাইপর্বে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তবে সঠিক প্রস্তুতি ও কৌশল নিয়ে মাঠে নামলে চমক দেখানোর সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি-দুঃশাসনমুক্ত দেশ গড়বে : কফিল উদ্দিন

আফগানিস্তান নয়, বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

এবার বার্সায় আরও বড় দুঃসংবাদ

হারের দায় নিজের কাঁধে নিলেন লিটন

ফেসবুকে হ্যাঁ না পোস্টের প্রতিযোগিতা

ঢাকায় রুশ ঐক্য দিবসে ধ্রুপদী সঙ্গীতের মনোমুগ্ধকর গালা সন্ধ্যা

সোহরাওয়ার্দী মেডিকেলে ওয়ার্ল্ড স্ট্রোক ডে উদযাপিত

ঢাকা-১০ আসনে বিএনপি নেতা শেখ রবি’র গণসংযোগ

আবারও বন্ধ মেট্রোরেল চলাচল

অখণ্ড কিশোরগঞ্জ বাস্তবায়নের দাবিতে আবারও আন্দোলনে ছাত্র-জনতা

১০

চট্টগ্রামে মুশফিক-রিয়াদের অভাব অনুভব করলেন রুবেল

১১

নির্বাচন বানচালে কুচক্রীমহল ষড়যন্ত্র করছে : মোনায়েম মুন্না

১২

‘শেখ হাসিনা, আ.লীগ এবং তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় আনা হবে’

১৩

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা নাজিম উদ্দিনের খোঁজ নিলেন ডা. রফিক

১৪

হোয়াটসঅ্যাপ না খুলেই বার্তা পড়ার কৌশল

১৫

জনগণ আ.লীগের মুখ দেখতে চায় না : আমান উল্লাহ আমান

১৬

৫ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে সিলেট ছাড়লেন লন্ডনগামী ২৬২ যাত্রী

১৭

ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

১৮

রিওতে পুলিশের অভিযানে নিহত বেড়ে ১৩২, ক্ষোভে ফুঁসছে ব্রাজিল

১৯

শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগে হামলা

২০
X