স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বেলিংহামের দুরন্ত অভিষেকে রিয়ালের জয়

জুড বেলিংহাম। ছবি : সংগৃহীত
জুড বেলিংহাম। ছবি : সংগৃহীত

নিয়মিত গোলকিপার থিবো কোর্তায়া চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে। মাঠে ছিলেন না লুকা মড্রিচ, টনি ক্রুসরা। কিন্তু নতুন চেহারার তারুণ্যনির্ভর রিয়াল মাদ্রিদ তাতে দমল না। অভিষিক্ত মিডফিল্ডার জুড বেলিংহামের দুর্দান্ত পারফম্যান্সে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে কার্লো আনচেলত্তির দল।

শনিবার (১২ আগস্ট) সান মেমস বারিয়াতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগায় নিজেদের মৌসুমের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে করা ২ গোলে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দলকে জয় এনে দেওয়া গোল দুটি করেন রদ্রিগো এবং এই মৌসুমে রিয়ালে যোগ দেওয়া জুড বেলিংহাম।

রিয়ালের হয়ে অভিষেকে দুর্দান্ত ছিলেন বেলিংহাম। যোগ্য ব্যক্তি হিসেবে ম্যাচ শেষে ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তার হাতে। পুরো ৯০ মিনিট মাঠে থেকে বলে স্পর্শ করেছেন ৭৫ বার। মানে, গড়ে প্রতি ১ মিনিট ১২ সেকেন্ড পর পর তার কাছে বল এসেছে। অ্যাটাকিং থার্ডে বল পাঠিয়েছেন ৬ বার, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন ৯ বার, সফল ড্রিবল করেছেন ৩ বার, ট্যাকল করেছেন ৬ বার, ফ্রি কিক আদায় করেছেন ৬ বার আর ডুয়েলে জিতেছেন ১৩ বার।

তবে জুড বেলিংহাম সবকিছুকে ছাপিয়ে গেছেন তার দুর্দান্ত এক গোলে; যেটা আবার রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক ম্যাচেই। ৩৬ মিনিটে ডিফেন্ডার ডেভিড আলাবার নেওয়া কর্নার কিক থেকে বল পান ডি বক্সে অরক্ষিত থাকা বেলিংহাম। তার ডান পায়ের অসাধারণ শটে বল টার্ফে ড্রপ খেয়ে লাফিয়ে উঠে বাঁ পাশের কোণ দিয়ে বল আশ্রয় নেয় জালে। বিলবাও গোলরক্ষক উনাই সিমোনেরও কিছু করার ছিল না।

বেলিংহামের গোলটা রিয়াল সমর্থকদের মনে করিয়ে দিবে রিয়াল কিংবদন্তি ও সাবেক কোচ জিনেদিন জিদানকে। রিয়ালের ফরাসি কিংবদন্তি জিদানও একবার ঠিক এভাবেই গোল করেছিলেন। অভিষেকে নজরকাড়া পারফরম্যান্সে ইংলিশ মিডফিল্ডারও যেন বুঝিয়ে দিয়েছেন, কেন তাকে কিনতে ১ হাজার ২১৬ কোটি টাকা ব্যয় করেছে রিয়াল। বিলবাওয়ের মাঠে বেলিংহামের সেই গোলটার আগেই অবশ্য আনন্দের উপলক্ষ ধরা দিয়েছে রিয়ালকে। ২৮ মিনিটে আরেক ডিফেন্ডার দানি কারভাহালের পাস থেকে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন রদ্রিগো।

মুহুর্মুহু আক্রমণে প্রথমার্ধটা নিজেদের করেও নিলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় রিয়াল। চোটে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মিলিতাও। তার কান্না দেখেই আশঙ্কা জাগছিল হয়ত মৌসুমের শুরুতেই বড় ইনজুরিতে পড়েছেন তিনি। তেমনটি হলে বড় সময়ের জন্য ছিটকে যেতে পারেন তিনি। এর আগে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন রিয়ালের এক নম্বর গোলকিপার থিবো কোর্তোয়া।

দ্বিতীয়ার্ধে রিয়ালের আক্রমণের ধার কিছুটা কমে আসে। বিলবাও খেলায় ফেরার চেষ্টা করে কিছুটা নিয়ন্ত্রণ নেয়। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত রিয়াল লিড ধরে রেখে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১০

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১১

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১২

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

১৩

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

১৪

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১৫

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১৬

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১৭

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৮

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৯

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

২০
X