স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

লিভারপুলের সাথে ড্রয়ের পরেও অসন্তুষ্ট ফার্নান্দেজ

ব্রুনো ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত
ব্রুনো ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ জানিয়েছেন, প্রিমিয়ার লিগের শীর্ষ দল লিভারপুলের বিপক্ষে ড্র করার পরও তিনি এবং তার সতীর্থরা সন্তুষ্ট নন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন তারা প্রতি সপ্তাহে এ ধরনের পারফরম্যান্স করতে পারেন না।

রোববার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ফার্নান্দেজ লিসান্দ্রো মার্টিনেজের প্রথম গোলের অ্যাসিস্ট করেন এবং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে চারটি পরপর পরাজয়ের পরে এই ড্র কিছুটা স্বস্তি নিয়ে এলেও, ফার্নান্দেজ এই ফলাফলে খুশি নন।

‘আমি খুবই বিরক্ত। যদি আমরা লিভারপুলের বিপক্ষে আজ এমন খেলতে পারি, তাহলে কেন প্রতি সপ্তাহে এভাবে খেলতে পারি না?’ স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ফার্নান্দেজ বলেন।

‘ম্যাচের আগে আমরা বলেছিলাম, এই মৌসুম থেকে কিছু পেতে হলে নিজেদের কাছ থেকে আরও বেশি কিছু বের করতে হবে। আমাদের সামনে তাকাতে হবে, আরও উন্নতি করতে হবে।’

‘লিভারপুলের মতো প্রতিপক্ষের বিপক্ষে সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। তবে আমার চিন্তা বেশি সেই ম্যাচগুলো নিয়ে যেখানে প্রতিপক্ষ তেমন শক্তিশালী নয়, যেমন সাউদাম্পটন।’

কোচ রুবেন আমোরিমও ফার্নান্দেসের মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন, ‘আমি আরও বেশি হতাশ কারণ অন্য ম্যাচগুলোর পারফরম্যান্সের সঙ্গে তুলনা করলে এটা বোঝা আরও কঠিন হয়ে যায়। এটা শুধুমাত্র সিস্টেম বা টেকনিকের ব্যাপার নয়, বরং মানসিকতার ব্যাপার,’ তিনি বলেন।

‘আমরা ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ের পর একই আলোচনা করেছিলাম। কথা বলাটা সহজ, কিন্তু মাঠে তা প্রমাণ করা গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিদিনের অনুশীলনে এই মানসিকতা ধরে রাখতে হবে।’

ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী ম্যাচ এফএ কাপের তৃতীয় রাউন্ডে আর্সেনালের বিপক্ষে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর সাউদাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবে ইউনাইটেড, যেখানে তারা ২০ ম্যাচ শেষে লিগ টেবিলে ১৩তম স্থানে রয়েছে।

এই ড্রয়ের মাধ্যমে ইউনাইটেড একটি বার্তা দিয়েছে যে তারা শীর্ষ দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে ফার্নান্দেজ এবং তার দল কি এই মান ধরে রাখতে পারবে? উত্তর মিলবে সামনের ম্যাচগুলোতেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় দুই মামলায় আসামিপক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ

বিদ্যুৎ সংকটের অবসান, পুরোদমে চলছে ডিইপিজেডে উৎপাদন

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা 

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা 

তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন 

হলুদ ছেড়ে লাল জার্সির খবরে প্রশ্নের মুখে ব্রাজিল!

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

যে কারণে আলিয়ার সঙ্গে অভিনয়ে আগ্রহী ইমরান হাশমি

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য আটক

১০

ঢাবির বাসে হামলা, ৫ জন গ্রেপ্তার 

১১

চীন সফর করেছেন খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা

১২

টানা ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৩

আপিল বিভাগের রায় / সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড

১৪

চট্টগ্রামে টাইগারদের দাপট, বৃষ্টির আগেই বাংলাদেশ নিয়ন্ত্রণে ম্যাচ!

১৫

আনিসুল, সালমান ও চৌধুরী মামুন ফের রিমান্ডে 

১৬

অল্পতেই পার পেলেন রুডিগার!

১৭

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ৮ মে 

১৮

চলন্ত ট্রেনের দরজার বাইরে মাথা বের করার চরম পরিণতি

১৯

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বললেন কারাবন্দি ইমরান খান

২০
X