একদম হঠাৎ করেই ইতালি ফুটবল দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন রবার্তো মানচিনি। ২০২৬ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল ইতালি ফুটবল ফেডারেশনের (এফআইজিসি)। কিন্তু সেই চুক্তি বাতিল করে হঠাৎই গতকাল পদত্যাগ করেন ইউরোজয়ী এই কোচ। আগামী বছরের ইউরো ও বিশ্বকাপ বাছাইয়ের আগে ইতালির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে তা।
এফআইজিসি তাই তড়িঘড়ি করে নেমেছে নতুন কোচের খোঁজে। কয়েক দিনের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করা হবে—মানচিনির বিদায়ের পর এফআইজিসির এমন বিবৃতিতে বোঝা যায় কিছু নাম এরই মধ্যে তারা ভেবে রেখেছে। তো কে হতেন পারেন ইতালির নতুন কোচ? সংবাদ মাধ্যম গোলের মতে মানচিনির জায়গায় ইতালি জাতীয় দলের কোচ হচ্ছেন লুসিয়ানো স্পালেত্তি।
স্পালেত্তি গত মৌসুমে নাপোলির দায়িত্বে ছিলেন। জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলানের কর্তৃত্ব ভেঙে ম্যারোডানার সাবেক এই ক্লাবটিকে ৩৩ বছর পর লিগ শিরোপা জিতিয়েছেন তিনি।
স্পালেত্তির নাপোলি চ্যাম্পিয়ন্স লিগেও চমক দিয়েছে। প্রথমবারের মতো দলটি ইউরোপ সেরার লড়াইয়ে কোয়ার্টার ফাইনাল খেলেছে। দুর্দান্ত মৌসুম কাটানোর পরও স্পালেত্তি নাপোলির দায়িত্ব ছেড়ে দেন। নতুন কোনো ক্লাবের দায়িত্বও নেননি তিনি।
ইতালিয়ান এই কোচ চেয়েছিলেন একটা বছর বিশ্রামে থাকতে। কিন্তু সাবেক এই ফুটবলারের বিশ্রাম নেওয়া হলো না। ৬৪ বছর বয়সী স্পালেত্তির সামনে এবার আজ্জুরিদের ডাগ আউট সামলানোর কঠিন চ্যালেঞ্জ। তাকে ২০২৪ ইউরোর পাশাপাশি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হতে পারে।
মন্তব্য করুন