স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৫:০৮ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সুইডেনকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

প্রথমবারের মতো ফাইনালে পৌঁছানো স্পেনের নারীদের উল্লাস । ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো ফাইনালে পৌঁছানো স্পেনের নারীদের উল্লাস । ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত ফিফা নারী বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম সেমিফাইনালে সুইডেনকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে স্পেন। অকল্যান্ডের ইডেন পার্কে মহানাটকীয় সেমিফাইনাল জিতে ইতিহাসের দ্বারপ্রান্তে নারী ব্যালন ডি’অর জয়ী অ্যালেক্সিয়া পুতেয়াসের স্পেন।

নারী বিশ্বকাপের শেষ ৯ আসরের পাঁচটিতেই সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে সুইডেন। শিরোপা অর্জনেও সুইডিশ নারীরা ছিল ফেভারিট। আসরের শুরু থেকেই দুর্দান্ত পারফর্মও করে আসছিল তারা। বিদায় করে দিয়েছিল সাবেক দুই চ্যাম্পিয়ন জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রকেও। চলমান বিশ্বকাপের শেষ চারে ওঠা দলগুলোর মধ্যে ফিফা র‌্যাংকিংয়েও তারা সবার ওপরে (তিন নম্বরে)। অন্যদিকে ৬ নম্বরে থাকা স্পেন বিশ্বকাপের সেমিতেই পা রেখেছে প্রথমবারের মতো। কিন্তু এরপরও ইতিহাস গড়ে টপ ফেভারিট সুইডেনকেই তারা হারিয়ে দিল ২-১ গোলে। এর মাধ্যমে শিরোপা থেকে আর এক পা দূরে অবস্থান করছে স্প্যানিশ মেয়েরা।

মঙ্গলবার নিউজিল্যান্ডের ইডেনপার্কে শেষ চারের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্পেন-সুইডেন। দুই দলই বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে প্রায় সমান দূরত্বে থাকায় ম্যাচটি হয়ে পড়ে অলিখিত ফাইনাল । তুমুল উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পরও ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগ পর্যন্ত কোনো দলই স্কোরবোর্ডে নাম তুলতে পারেনি। এরপর একের পর এক আক্রমণে মাত্র ৮ মিনিটের ব্যবধানে ৩ গোল দেখে ফুটবলভক্তরা।

ম্যাচের প্রথম গোলটির জন্য অপেক্ষা করতে হয় ৮১তম মিনিট পর্যন্ত। এবারও স্প্যানিশদের এগিয়ে দেন কোয়ার্টার ফাইনালের নায়িকা আসরে দেশটির সবচেয়ে কম বয়সী (১৯ বছর) ফুটবলার সালমা পারাউয়েলো। তবে এগিয়ে গিয়েও সুস্থির ছিল না স্পেন। ৭ মিনিট পর রেবেকা ব্লমকভিস্টের গোলে সুইডেন সমতা আনে। মনে হচ্ছিল টাইব্রেকারেই নির্ধারিত হবে ফাইনালের ভাগ্য!

কিন্তু সেই ভাবনায় ছেদ টেনে নির্ধারিত সময় শেষের এক মিনিট (৮৯) আগেই দুর্দান্ত এক গোলে আবারও এগিয়ে যায় স্পেন। রিয়াল মাদ্রিদ নারী দলের স্প্যানিশ লেফট ব্যাক ওলগা কারমোনা ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে সুইডিশ গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পৌঁছান। এর মাধ্যমেই ফাইনালের মঞ্চ প্রস্তুত হয়ে যায় স্পেনের। কারণ এরপর সাত মিনিট অতিরিক্ত সময় পেলেও লক্ষ্যভেদ করতে পারেনি কোনো দলই। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যালেক্সিস পুতেয়াসের স্পেন।

আগামী ২০ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ আসরের। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মোকাবিলা করবে স্পেন। অস্ট্রেলিয়া ও শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড আগামীকাল (বুধবার) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যানথ্রাক্সে মরছে গরু, আতঙ্কে কমেছে মাংস বিক্রি

নিখোঁজ ৫ জেলের সন্ধান মেলেনি সাত দিনেও

দক্ষ এমডির চরম সংকটে ব্যাংকিং খাত : গভর্নর 

তারেক রহমানের পক্ষে শতাধিক কোরআন বিতরণ

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতা / জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

‘অসৎ মানুষের কাজে নয়, সমাজ ধ্বংস হয় সৎ মানুষের নীরবতায়’

গাজা অভিমুখে শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

১০

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

১১

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

১২

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

১৩

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

১৪

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

১৫

চট্টগ্রামে প্লাস্টিকের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

১৬

সাদাপাথর লুটের ঘটনায় এবার আ.লীগ নেতা গ্রেপ্তার

১৭

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

১৮

রাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

১৯

বিএফইউজে নির্বাহী কমিটির সভা / নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ১০ দফা দাবি

২০
X