স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

স্পেন জাতীয় দল বয়কটের গুঞ্জন অস্বীকার করলেন পেদ্রি

স্পেনের হয়ে খেলার সময় ওলমো ও পেদ্রি। ছবি : সংগৃহীত
স্পেনের হয়ে খেলার সময় ওলমো ও পেদ্রি। ছবি : সংগৃহীত

বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি তার এবং বার্সার অন্য খেলোয়াড়দের স্পেন জাতীয় দল বয়কটের বিষয়ের গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলে অস্বীকার করেছেন। দানি ওলমো এবং পাউ ভিক্টরের রেজিস্ট্রেশন নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে এই গুঞ্জন ছড়ায়।

ওলমো এবং ভিক্টরের রেজিস্ট্রেশন লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন বাতিল করেছিল। তবে বার্সেলোনার আপিলের পর স্পেনের স্পোর্টস মন্ত্রণালয় (সিএসডি) তাদের অস্থায়ীভাবে খেলার অনুমতি দিয়েছে। এর ফলে তারা রোববার সৌদি আরবের জেদ্দায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপারকোপার ফাইনালে বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারবেন।

স্পেনের টিভি চ্যানেল টিভি৩ দাবি করেছিল, যদি ওলমোর রেজিস্ট্রেশন পুনর্বহাল না করা হয়, তাহলে বার্সেলোনার আন্তর্জাতিক খেলোয়াড়রা স্পেন জাতীয় দলে খেলা বর্জনের পরিকল্পনা করেছিল। তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন পেদ্রি।

শনিবার জেদ্দায় এক সংবাদ সম্মেলনে পেদ্রি বলেন, ‘স্পেন জাতীয় দলের খেলোয়াড়রা না খেলার কথা বলেছে—এমন গুঞ্জন আমি শুনেছি এবং অবাক হয়েছি। এটি মিথ্যা। আমি কখনো জাতীয় দলে খেলা বাদ দেব না। আমি জাতীয় দলে খেলা ভালোবাসি। আশা করি কেউ এই গুজবে বিশ্বাস করবে না।’

উল্লেখ্য, স্পেনের আইন অনুযায়ী, জাতীয় দলের জন্য ডাকা হলে খেলোয়াড়দের সাড়া দেওয়া বাধ্যতামূলক।

গত ৩১ ডিসেম্বর, বার্সেলোনা নির্ধারিত সময়ের মধ্যে লা লিগার স্কোয়াড ব্যয় সীমা মেনে চলার প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় ওলমো এবং ভিক্টরকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল। পরে বার্সা প্রয়োজনীয় তথ্য প্রদান করলেও, একই মৌসুমে একই ক্লাবের হয়ে একাধিকবার রেজিস্ট্রেশনের নিয়ম লঙ্ঘনের কারণে লা লিগা তাদের পুনরায় রেজিস্ট্রেশন অনুমোদন দেয়নি।

বার্সেলোনা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। এর পর সিএসডি অস্থায়ীভাবে রেজিস্ট্রেশনের অনুমতি দেয় এবং বিষয়টি পর্যালোচনা করছে। তবে লা লিগা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছে।

পেদ্রি আরও বলেন ‘ওলমো এবং ভিক্টরের জন্য এটি খুব কঠিন পরিস্থিতি ছিল। তারা জানতো না, তারা খেলতে পারবে কিনা। তবে এখন তারা আমাদের সঙ্গে খেলতে পারবে, এটি আমাদের জন্য ভালো খবর।’

এদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদসহ কয়েকটি ক্লাব সিএসডির সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের মতে, এটি লিগের আর্থিক নিয়ন্ত্রণকে ক্ষতিগ্রস্ত করবে।

পেদ্রি এই বিষয়ে বলেন, ‘প্রতিটি ক্লাবের এই বিষয়ে তাদের নিজস্ব মতামত রয়েছে। তবে আমি ওলমো এবং ভিক্টরকে দলে পেয়ে খুশি। তারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে এক বাংলাদেশি গ্রেপ্তার

১০ দিন ধরে চিলমারী-রৌমারী রুটে ফেরি বন্ধ

গণভোট নিয়ে গুরুত্বপূর্ণ ৮ তথ্য জানাল সরকার

সুইজারল্যান্ডকে ৫ গোল দিল বাংলাদেশ

কড়াইল আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার

কারাগারে কি ইমরান খানকে হত্যা করা হয়েছে?

নতুন হল নির্মাণ ও সংস্কার / ঢাবির বিকল্প আবাসন হিসেবে উত্তরায় সম্ভাব্যতা যাচাই

সুখবর পেলেন যুবদলের এক নেতা

মারা গেলেন কোরিয়ান অভিনেতা লি সুন জায়ে

২৭৪ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি

১০

জামায়াতের মনোনয়ন পেয়ে ড. ফয়জুল হকের প্রতিক্রিয়া

১১

নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে কী করবেন? জেনে নিন

১২

ডিবি হারুন ও সাবেক আইজি বেনজীর পরিবারের আয়কর নথি জব্দের নির্দেশ

১৩

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহতের ১০ টুকরো লাশ উদ্ধার

১৪

মার্সেডিজ-বেঞ্জের ইভি চার্জিং অবকাঠামো এখন চট্টগ্রামেও

১৫

তৌসিফের যে দিকটার প্রেমে পড়েছেন নীলা

১৬

চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

১৭

লিটনের ‘বিস্ফোরক’ মন্তব্যের জবাব দিলেন প্রধান নির্বাচক

১৮

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে

১৯

জানাজায় ৪র্থ তাকবির বলার পর হাত কখন ছাড়বেন?

২০
X