রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মেসির পর বিশ্বের সেরা ফুটবলার ইয়ামাল, দাবি সতীর্থর

লামিনে ইয়ামাল ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লামিনে ইয়ামাল ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

মাত্র ১৭ বছর বয়সেই বার্সার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল যেন ফুটবলের জগতে নিজের সেরা সময় পার করছেন। কাতালান জায়ান্ট বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফর্ম করা এই উইঙ্গারকে মেসির পর বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেছেন তার সতীর্থ গাভি।

কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনার ৫-১ গোলে জয়ের ম্যাচে ইয়ামাল এক গোল করেন, দুইটি গোলে অ্যাসিস্ট করেন এবং আরেকটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। তার এমন পারফরম্যান্সের পর গাভি সংবাদ সম্মেলনে বলেন, ‘হ্যাঁ, লিওনেল মেসির পর লামিন ইয়ামালই বিশ্বের সেরা খেলোয়াড়।’

এই মৌসুমে ইয়ামাল এখন পর্যন্ত ২৪ ম্যাচে ৯ গোল করেছেন এবং ১৩টি অ্যাসিস্ট করেছেন। গত বছর তিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ব্যালন ডি’অর তালিকায় অষ্টম স্থান অর্জন করার পাশাপাশি তিনি কপা ট্রফি এবং গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন, যা তাকে বিশ্ব ফুটবলের সেরা তরুণ খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দেয়।

বেটিসের বিপক্ষে ম্যাচে ইয়ামালের একটি দুর্দান্ত লবড পাসে জুলেস কুন্দেকে গোল করতে সাহায্য করেন। ম্যাচে তার আরেকটি গোল অফসাইডের জন্য বাতিল হলেও দ্বিতীয়ার্ধে নিজের সীমানা থেকে বল নিয়ে একক দৌড়ে রাফিনিয়াকে গোল করতে সহায়তা করেন। ম্যাচের শেষদিকে তিনি নিজেও একটি গোল করেন, যা তার অসাধারণ স্কিলের আরেকটি উদাহরণ।

গাভির মন্তব্যকে সমর্থন করে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘বড় ম্যাচে বড় প্রতিভা নিজেকে প্রমাণ করে। ইয়ামাল সেটাই বারবার দেখাচ্ছে। তবে তাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে।’

২০২৪ সালের হতাশাজনক শেষের পর বার্সেলোনা ২০২৫ সালের শুরুটা দারুণভাবে করেছে। রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ সুপারকোপার ফাইনালে ৫-২ গোলে হারানো সহ চারটি টানা জয় পেয়েছে কাতালান ক্লাবটি। তবে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে বার্সেলোনা।

ফ্লিক বলেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় জয়ের পর এই ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা চাই লা লিগায়ও এমন পারফরম্যান্স ধরে রাখতে।’

ইয়ামালের এমন অসাধারণ পারফরম্যান্স কেবল বার্সেলোনার ভবিষ্যৎকে উজ্জ্বল করছে না, বরং ফুটবল বিশ্বে তার নাম এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে ইংরেজি শেখাবে ঢাকা কলেজ ছাত্রদল

জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান আলালের

২০০ যাত্রী নিয়ে ডুবোচরে আটকে গেল লঞ্চ

বৃষ্টিতে ভাসছে ফসল, কৃষকের স্বপ্নভঙ্গ

দেখিয়েছে জরিনাকে, এখন বলছে সংসার হবে সকিনার সাথে : হাসনাত

প্রেমিকার স্বজনদের মারধরের শিকার কিশোরের মৃত্যু

প্রিমিয়ার লিগে আর্সেনালের দাপট চলছেই

পায়রা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি

উয়েফার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাট চুরির অভিযোগ

তীরে এসে তরি ডোবাবেন না, সরকারকে সাইফুল হক

১০

কর্মীদের সঙ্গে সেলফি, প্রশংসায় ভাসছেন নুরুদ্দিন আহাম্মেদ অপু

১১

ঐকমত্য কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

১২

ঝিনাইদহে দলীয় কার্যালয়ে সরকারি সার-বীজ নিয়ে জামায়াতের বক্তব্য

১৩

‘লেবাননের যোদ্ধাদের রয়েছে হাজার হাজার রকেট-ক্ষেপণাস্ত্র মজুত’

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর চালু / ফেরাউনের সোনার মুখোশ-সিংহাসন প্রথমবারের মতো জনসম্মুখে

১৬

ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে : বাবর

১৭

বিরোধীরা ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেবে : দুলু

১৮

বিএনপির অফিসে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ৩ কিশোর আটক

১৯

৯ মাসেই হাফেজ ১১ বছর বয়সী ইয়াছিন

২০
X