স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হামজার মতো আরও ৩-৪ জন ফুটবলার চান জামাল

হামজার মতো আরও ফুটবলার চান জামাল। ছবি : সংগৃহীত
হামজার মতো আরও ফুটবলার চান জামাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এএফসি ‘এ’ লাইসেন্স কোচিং কোর্স শুরু করেছেন। প্রথম দিনেই তিনি বাফুফের অনাবাসিক একাডেমির ক্ষুদে ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের উৎসাহিত করেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশে আসা এবং নিজের ক্লাব নিয়ে চলমান জটিলতা নিয়ে কথা বলেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ নিয়ে জামাল বলেন, ‘হামজা সর্বোচ্চ পর্যায়ে খেলে, যা দেশের ফুটবলের জন্য বিশাল ব্যাপার। যদি আমাদের আরও ৩-৪ জন হামজার মতো খেলোয়াড় থাকত, তাহলে দেশের ফুটবলে বড় পরিবর্তন সম্ভব। হামজার আগমন সবাইকে অনুপ্রাণিত করবে।’

বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে খেলতে পারেননি জামাল ভূঁইয়া। ঢাকা আবাহনীর সঙ্গে তার পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার সমাধান হয়নি। এ নিয়ে বাফুফেতে আবেদন করলেও কোনো সমাধান মেলেনি। এ প্রসঙ্গে তিনি সংক্ষেপে বলেন, ‘দেখা যাক।’ প্রয়োজনে তিনি ফিফা বা এএফসিতে যাওয়ার ইঙ্গিত দেন।

এদিকে, ব্রাদার্স ইউনিয়নের হয়ে কিছুদিন অনুশীলন করলেও এখনো নিজের চূড়ান্ত গন্তব্য জানাননি। এ নিয়ে জামাল বলেন, ‘আগামী দশ দিনের মধ্যে আমার পরবর্তী সিদ্ধান্ত জানাব।’

জামাল ভূঁইয়াকে অনাবাসিক একাডেমির ক্ষুদে ফুটবলারদের সঙ্গে নিয়ে আসার বিষয়ে বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন বলেন, ‘জামাল তরুণদের আইকন। সম্প্রতি তিনি পাঠ্যবইয়ে স্থান পেয়েছেন। তাকে ক্ষুদে ফুটবলারদের সামনে আনা হয়েছে যেন তারা আরও অনুপ্রাণিত হয়।’

জামালের পাশাপাশি জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামও এএফসি ‘এ’ লাইসেন্স কোচিং কোর্স করছেন। ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মামুনুল বলেন, ‘জাতীয় ফুটবলারদের কোচিং করার সুযোগ দেওয়ার জন্য ফেডারেশনকে ধন্যবাদ। তাদের সহযোগিতায় ‘বি’ কোর্স সম্পন্ন করেছি, এখন ‘এ’ কোর্স করছি।’

এএফসি ‘এ’ লাইসেন্স কোর্সে ২৪ জন ফুটবলার অংশ নিচ্ছেন। জাতীয় দলের তারকাদের কোচিংয়ের প্রতি আগ্রহ ফুটবলে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সাজেক থেকে ক্যাম্পাসে ফেরা হলো না খুবি ছাত্রীর

ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ বাংলাদেশির সন্ধান মিলেছে

বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার

এশিয়া কাপে পাকিস্তানি ফিল্ডারের থ্রোয়ে আহত আম্পায়ার

‘ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান পাইলট মুনতাসির’

শাহীনের অলরাউন্ড পারফরম্যান্সে সুপার ফোরে পাকিস্তান

সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

এশিয়া কাপে পাকিস্তান ওপেনারের লজ্জার রেকর্ড

চট্টগ্রামে আ.লীগ কর্মীদের বাসা ভাড়া না দিতে মাইকিং

১০

ভারতে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ সংক্রমণে ১৯ জনের মৃত্যু

১১

বনানীতে দুই শিসা বারে ডিএনসির অভিযান

১২

বয়কটের হুমকি দিয়েও না করার কারণ জানালেন পিসিবি প্রধান

১৩

কর্মচারী দিয়ে ক্লাস-পরীক্ষা পরিচালনার অভিযোগ

১৪

শাহীন ঝড়ে বাঁচা-মরার ম্যাচে লড়াকু সংগ্রহ পাকিস্তানের

১৫

‘গোলাপী খালার’ পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৬

পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি মঙ্গলজনক হবে না: নীরব

১৭

চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সমালোচনার কারণ কী?

১৮

রাকসু নির্বাচন / ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনাসহ ৭ দফা দাবি ছাত্রশিবিরের

১৯

দীর্ঘ ৬ বছর পর বুটেক্সে ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

২০
X