স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পেলে কি আসলেই ১০০০ গোল করেছিলেন?

পেলে। ছবি : সংগৃহীত
পেলে। ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলের এক অনন্য অধ্যায় তৈরি হতে চলেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো, গোলের জন্য অপ্রতিরোধ্য এই পর্তুগিজ তারকা, সম্প্রতি দুটি গোল করে নিজের গোলসংখ্যা ৯১৯-এ নিয়ে গেছেন। ফুটবল ইতিহাসে তিনিই হতে পারেন প্রথম খেলোয়াড় যিনি শুধুমাত্র আনুষ্ঠানিক ম্যাচে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন। তবে, গোলের সংখ্যার এই রাজত্বের ইতিহাসে চিরকালই এক কিংবদন্তির নাম উজ্জ্বল: ব্রাজিলিয়ান ফুটবল জাদুকর পেলে। তিনি নিজেকে ১০০০ গোলের ওপরে স্কোরার হিসেবে দাবি করলেও, তার এই দাবি নিয়ে বিতর্কের শেষ নেই।

পেলের ১০০০ গোল: মিথ না বাস্তবতা?

পেলে একাধিকবার বলেছিলেন যে, তার ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ কৃতিত্ব হলো ১,২৮৩ গোল করার অনন্য মাইলফলক। এই গোল সংখ্যা তাকে সর্বকালের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার একটি বড় যুক্তি। তবে এই দাবিতে ফুটবল দুনিয়ায় দ্বিধার জায়গা রয়ে গেছে।

পেলের হিসাব অনুযায়ী, তিনি ১,৩৬৬ ম্যাচে এই গোল করেছেন। অর্থাৎ গড়ে প্রতি ম্যাচে প্রায় ০.৯৩ গোল। কিন্তু যদি শুধুমাত্র আনুষ্ঠানিক ম্যাচের গোল বিবেচনা করা হয়, তবে এই সংখ্যা ৮০০-এরও কম।

আনুষ্ঠানিক ম্যাচ বনাম প্রীতি ম্যাচ

পেলের গোলগুলোর মধ্যে ৫০০-এর বেশি এসেছে প্রীতি ম্যাচ বা প্রদর্শনী খেলায়। তার ক্লাব সান্তোস এই ম্যাচগুলো আয়োজন করত বিশ্বজুড়ে, যা তাদের জন্য অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম ছিল। এই ম্যাচগুলোর প্রতিপক্ষ ছিল আংশিক পেশাদার, আঞ্চলিক দল কিংবা সামরিক ক্লাবের মতো অপেক্ষাকৃত দুর্বল দল।

ফুটবল বিশ্লেষকরা মনে করেন, আনুষ্ঠানিক ম্যাচে পেলের গোল সংখ্যা ৭৬৯। এই হিসাবে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, এবং চেক-অস্ট্রিয়ান স্ট্রাইকার জোসেফ বিকানের (যিনি পেলের আগে খেলেছিলেন) চেয়েও পিছিয়ে।

পেলের বিতর্কিত প্রতিপক্ষ

পেলের গোলের তালিকায় রয়েছে সৌদি আরবের অনূর্ধ্ব-২৩ দল, উরুগুয়ের সামরিক ক্লাব, এমনকি রিও ডি জেনেইরোর অ্যাথলেট ইউনিয়নের মতো দলের বিপক্ষে গোল। আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো মারাডোনা একবার মজা করে পেলের উদ্দেশ্যে বলেছিলেন,

‘তুমি কার বিপক্ষে গোল করেছো? তোমার ভাগ্নেদের সঙ্গে ব্যাকইয়ার্ডে?’

ফিফা এবং গিনেসের হিসাব

ফিফার মতে, পেলে তার ক্যারিয়ারে ১,২৮১ গোল করেছেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দেওয়া ১,২৭৯ গোলের সংখ্যার কাছাকাছি। তবে ফিফা এবং গিনেস উভয়ই একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি, যার ফলে গোলের এই বিতর্ক চলমান।

রোনালদো: ইতিহাস গড়ার পথে

পেলে এবং তার সমসাময়িকদের গোলের হিসাব যেমন বিতর্কিত, রোনালদো সেই তুলনায় এক স্বচ্ছ পথ তৈরি করছেন। আনুষ্ঠানিক ম্যাচেই তার ৯১৯ গোল এই মুহূর্তে তাকে ইতিহাসের অন্যতম সেরা স্কোরার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যদি তিনি ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেন, তবে সেটি হবে একটি ঐতিহাসিক ঘটনা।

সর্বকালের গোল রাজা: পরিসংখ্যান বনাম বাস্তবতা

যদিও পেলের গোল সংখ্যা বিতর্কিত, তবে তার প্রভাব এবং দক্ষতায় কোনো সন্দেহ নেই। একইসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং অন্যান্য আধুনিক তারকারা এই দৌড়ে নিজেদের জায়গা তৈরি করছেন।

পেলের কিংবদন্তি এবং রোনালদোর নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা প্রমাণ করে, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি ইতিহাস, আবেগ এবং গৌরবের মিশ্রণ। এখন দেখার বিষয়, রোনালদো কি পেলের মতো ‘গোলের রাজা’ হিসেবে নিজের নাম খোদাই করতে পারবেন?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের খেলা

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রলীগ কর্মীর চুল কর্তন

০২ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

বুধবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

০২ জুলাই : আজকের নামাজের সময়সূচি

টিকাটুলিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, পুলিশ সদস্য গ্রেপ্তার

পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা, অতঃপর...

ছাত্রীদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি

১০

দাম কমলো ইন্টারনেটের

১১

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

১২

পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের

১৩

বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

১৪

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

১৫

শাহজালালে বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

১৬

আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

১৭

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

১৮

‘একসঙ্গে সমুদ্রে নেমে তো গোসল করতে পারব না’

১৯

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

২০
X