স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

১০০০ গোলের লক্ষ্যের আরও কাছে রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

৩৯ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনালদো দেখিয়ে দিচ্ছেন, ফুটবলে বয়স কোনো বাধা নয়। সৌদি প্রো লিগে আল খালিজের বিপক্ষে আল নাসরের ৩-১ গোলের জয়ে জোড়া গোল করে রোনালদো পেশাদার ফুটবল ক্যারিয়ারে তার গোল সংখ্যা ৯১৯-এ পৌঁছে দিয়েছেন। এই পর্তুগিজ তারকা নিজেকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আরও দৃঢ় করেছেন এবং তার ক্যারিয়ার শেষ করার আগে ১,০০০ গোলের অভিজাত ক্লাবে প্রবেশের লক্ষ্যকে নতুন করে প্রমাণ করেছেন।

৩-১ গোলে জয় পেলেও ম্যাচটি আল নাসরের জন্য সহজ ছিল না। প্রথমার্ধেই প্রতিপক্ষ আল খালিজ একজন খেলোয়াড় হারালেও, গোলের জন্য অপেক্ষা করতে হয় ৬৫ মিনিট পর্যন্ত। সতীর্থ ওতাভিওর পাস থেকে দূরপাল্লার দারুণ এক শটে স্কোরবোর্ড খুলে দেন রোনালদো। তবে আল খালিজও সহজে হাল ছাড়েনি। ৮০ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় তারা।

কিন্তু এরপর দ্রুতই নিয়ন্ত্রণ নেয় আল নাসর। আল ঘান্নামের দুর্দান্ত এক গোলে আবারও এগিয়ে যায় দলটি। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো, যা ম্যাচটিকে সিল করে দেয় এবং জয়ের মুকুট পরায় আল নাসরকে।

এই জোড়া গোলের মাধ্যমে রোনালদো লিগে নিজের গোলসংখ্যা ১৩-তে নিয়ে যান, পেছনে ফেলেন মিত্রোভিচ এবং বেনজেমার মতো তারকাদের। লিগের শিরোপার লড়াইয়ে আল নাসর এখনও ৮ পয়েন্টে পিছিয়ে থাকলেও, রোনালদোর ধারাবাহিক পারফরম্যান্স দলকে শীর্ষের লড়াইয়ে টিকিয়ে রেখেছে।

৯১৯ গোল নিয়ে রোনালদো এখন লিওনেল মেসির চেয়ে ৬৯ গোল এগিয়ে। মেসির ৮৫০ গোলের বিপরীতে রোনালদো তার অবিশ্বাস্য লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেছেন। সৌদিতে নিজের দ্বিতীয় মৌসুমেই ৯২ ম্যাচে ৮৩ গোল এবং ১৮ অ্যাসিস্ট করে নিজের মান বজায় রেখেছেন।

রোনালদোর অবিশ্বাস্য ক্যারিয়ার প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে। বয়স, চ্যালেঞ্জ, কিংবা প্রতিপক্ষ—কোনো কিছুই তার অদম্য স্পৃহাকে থামাতে পারছে না। তার এই অদম্য সংগ্রাম এবং অর্জন নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

৯১৯ গোলের মাইলফলক পেরিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর চোখ এখন নতুন স্বপ্নে—১,০০০ গোলের মাইলফলক। এই কিংবদন্তি প্রতিটি ম্যাচে নিজের নামের পাশে যোগ করছেন নতুন অধ্যায়, যা ফুটবলের ইতিহাসে অমর হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১০

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

১১

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

১২

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১৩

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১৪

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১৫

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৬

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৭

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৮

আজ বিশ্ব পুরুষ দিবস

১৯

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

২০
X